ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত, আহত তিন
 
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
 
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত, আহত তিন
ফরিদপুরের সালথায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এস এম ইব্রাহিম শেখ (৪৫) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় দুই শিক্ষার্থীসহ আরও তিনজন আহত হয়েছেন।
রবিবার সকাল ১০টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা ঈদগাহ এলাকায় সালথা-সোনাপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম শেখ সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী গ্রামের মো. আব্দুর রব শেখের ছেলে এবং যোগাড়দিয়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ছিলেন।
যোগাড়দিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাস জানান, সকালে শিক্ষক ইব্রাহিম শেখ দুই শিক্ষার্থীকে নিয়ে মোটরসাইকেলে করে উপজেলা সদরে একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে ফুকরা ঈদগাহ এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের চালকসহ চারজনই আহত হন।
ঘটনার পর সালথা ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইব্রাহিম শেখকে মৃত ঘোষণা করেন। অপর মোটরসাইকেল চালক বাসার খালাসী (৩৫) গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত শিক্ষকের সঙ্গে থাকা দুই শিক্ষার্থী আসিবুল ও শাহিন প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরে গেছেন।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, “দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিক্ষক ইব্রাহিম শেখ নিহত হয়েছেন। নিহতের লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয় এবং পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।”
কোন মন্তব্য নেই