স্বর্ণময়ীর মৃত্যুকে ঘিরে ‘ঢাকা স্ট্রিম’ সম্পাদককে পাঁচ নারীর খোলা চিঠি

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
স্বর্ণময়ীর মৃত্যুকে ঘিরে ‘ঢাকা স্ট্রিম’ সম্পাদককে পাঁচ নারীর খোলা চিঠি
জ্যেষ্ঠ প্রতিবেদক || টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৫, সকাল ১০:৩০
অনলাইন সংবাদমাধ্যম ‘ঢাকা স্ট্রিম’-এর এক কর্মীর রহস্যজনক মৃত্যু এবং যৌন নিপীড়নের অভিযোগের পর সংস্থাটির অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন দেশের পাঁচ বিশিষ্ট নারী। তারা ঢাকা স্ট্রিমের সম্পাদক গোলাম ইফতেখার মাহমুদের বরাবর একটি খোলা চিঠি দিয়েছেন।
চিঠিতে স্বাক্ষর করেছেন— অধ্যাপক রেহনুমা আহমেদ, অধ্যাপক গীতিআরা নাসরীন, অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা, গবেষক ও অ্যাক্টিভিস্ট সায়দিয়া গুলরুখ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিনা লুৎফা।
চিঠিতে নিজেদের নারী আন্দোলনের কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন তারা এবং চিঠিটি নিজেরাই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন।
স্বর্ণময়ীর মৃত্যু ও পটভূমি
ঢাকা স্ট্রিমের গ্রাফিক্স ডিজাইনার স্বর্ণময়ী বিশ্বাস (২৮) শনিবার রাতে ধানমন্ডির পপুলার হাসপাতাল থেকে নিহত অবস্থায় উদ্ধার হন। পুলিশের প্রাথমিক ধারণা, তিনি আত্মহত্যা করেছেন।
তবে সহকর্মী ও সোশ্যাল মিডিয়ায় অনেকেই দাবি করছেন, তার মৃত্যুর পেছনে কর্মক্ষেত্রে যৌন হয়রানির অভিযোগ ও মানসিক চাপ ভূমিকা রেখেছে।
স্বর্ণময়ীসহ ২৬ জন কর্মী সম্প্রতি সংস্থার বাংলা বিভাগের প্রধান আলতাফ শাহনেওয়াজের বিরুদ্ধে যৌন নিপীড়ন ও অনৈতিক আচরণের অভিযোগ করেছিলেন।
চিঠিতে যা জানতে চেয়েছেন পাঁচ নারী
পাঁচ নারীর খোলা চিঠিতে বলা হয়েছে,
“আমরা জানতে পেরেছি, স্বর্ণময়ী বিশ্বাস ও আরও কয়েকজন নারী সহকর্মী আপনার কাছে আলতাফ শাহনেওয়াজের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছিলেন। এখন প্রশ্ন— ঐ অভিযোগের পর আপনারা আদালতের নির্দেশনা অনুযায়ী কী পদক্ষেপ নিয়েছেন?”
তারা আরও লিখেছেন,
“২০১০ সালে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী প্রতিটি প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠনের নিয়ম আছে। জানতে চাই, আপনাদের তদন্ত কমিটিতে নারী-পুরুষের অনুপাত রক্ষিত হয়েছিল কি না? বহিরাগত সদস্য ছিল কি?”
চিঠিতে অভিযোগ করা হয়, ঢাকা স্ট্রিমের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে ‘অসৌজন্যমূলক আচরণ’-এর কথা বলা হলেও আসল অভিযোগ ছিল যৌন হয়রানি নিয়ে।
তারা প্রশ্ন তুলেছেন, “একজন বিভাগীয় প্রধানকে বার্তাকক্ষ থেকে প্রত্যাহার করা কি যৌন হয়রানির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা হিসেবে গণ্য করা যায়?”
প্রশ্নবিদ্ধ পদক্ষেপ
চিঠিতে বলা হয়,
“অভিযোগের তদন্তে অভিযুক্তকে সাময়িক বরখাস্তের নিয়ম থাকলেও ঢাকা স্ট্রিম তা করেনি। বরং প্রতিষ্ঠানটির বিবৃতি ঘটনাটিকে লঘু করে উপস্থাপন করেছে।”
তারা আরও জানতে চেয়েছেন,
“আপনাদের বিবৃতিতে বলা হয়েছে, অভিযোগকারীরা গৃহীত পদক্ষেপে সন্তুষ্টি প্রকাশ করেছেন। এই দাবির পক্ষে কোনো লিখিত বা প্রমাণস্বরূপ নথি কি আছে?”
পটভূমি ও প্রতিক্রিয়া
ঢাকা স্ট্রিমের সম্পাদক বা ব্যবস্থাপনা এখনো এ চিঠি সম্পর্কে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি।
চিঠিটি প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে ব্যাপক আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে।
নারী অধিকার কর্মীরা বলছেন, “স্বর্ণময়ীর মৃত্যু কেবল ব্যক্তিগত নয়, এটি কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা প্রশ্নে একটি বড় সতর্কবার্তা।”
কোন মন্তব্য নেই