ঈশ্বরদীতে ভয়াবহ বাস দুর্ঘটনা: গভীর রাতে উল্টে আহত ১৬ যাত্রী - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ঈশ্বরদীতে ভয়াবহ বাস দুর্ঘটনা: গভীর রাতে উল্টে আহত ১৬ যাত্রী

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ঈশ্বরদীতে ভয়াবহ বাস দুর্ঘটনা: গভীর রাতে উল্টে আহত ১৬ যাত্রী



পাবনা প্রতিনিধি:
পাবনার ঈশ্বরদীতে মধ্যরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাস উল্টে অন্তত ১৬ জন যাত্রী আহত হয়েছেন। শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার দাশুড়িয়া-লালন শাহ সেতু মহাসড়কের মিরকামারী চাঁদ আলী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের বাসটি চাঁদ আলী মোড় এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে অন্তত ২০ জন যাত্রী বাসের ভেতর আটকা পড়ে।

রূপপুর গ্রিন সিটি মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র ইনচার্জ মোহাম্মদ আবু হাশেম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটকা পড়া যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এতে ১৬ জন আহত হয়েছেন, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মহাসড়কে থাকা কাদা ও পিচ্ছিলতার কারণে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, ফলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার সময় আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে উদ্ধারকাজে সহায়তা করেন। আহতদের মধ্যে কয়েকজনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কোন মন্তব্য নেই