নেতানিয়াহু: হামাসকে নিরস্ত্র করা না হলে গাজা যুদ্ধে স্থায়ী শান্তি আসবে না — যুদ্ধ চলবে
নেতানিয়াহু: হামাসকে নিরস্ত্র করা না হলে গাজা যুদ্ধে স্থায়ী শান্তি আসবে না — যুদ্ধ চলবে
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, ১১:৩২
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শনিবার বলেছেন, হামাসকে পুরোপুরি নিরস্ত্র করা এবং গাজা উপত্যকাকে সামরিকভাবে নিরপেক্ষ বা 'ডিমিলিটারাইজড' না করা পর্যন্ত গাজায় চলমান যুদ্ধ শেষ হবে না। তাঁর এই মন্তব্য সরকারি হিন্দি-ভাষা চ্যানেল ১৪-কে দেওয়া সাক্ষাৎকারে করা হয়েছে।
এই ঘোষণার সময়ই মার্কিন মধ্যস্থতায় চলা যুদ্ধবিরতির প্রথম ধাপে হামাসের সশস্ত্র শাখা এজ্জেদিন আল-কাসসাম ব্রিগেডস আরও দুইজন জিম্মির দেহাবশেষ হস্তান্তর করে বলে জানানো হয় — কিন্তু মৃতদেহ হস্তান্তর নিয়ে থাকা নানা প্রক্রিয়াগত ও নিরাপত্তাজনিত জটিলতা এখনও মীমাংসা হয়নি। এটিই যুদ্ধবিরতির দফাগুলোর বাস্তবায়নে একটি বড় বাধা হিসেবে কাজ করছে।
নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের কাজ সম্পন্ন হওয়া জরুরি, যার মধ্যে হামাসকে নিরস্ত্রীকরণ এবং গাজার সামরিকীকরণ রোধ অন্তর্ভুক্ত। তিনি সতর্ক করে বলেছেন, যদি এটি 'সহজ পথে' না করা যায় তবে কঠোরভাবে মোকাবিলা করা হবে।
আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাছে বিষয়টি জটিল: হামাস তাত্ক্ষণিকভাবে অস্ত্র ত্যাগের কোনো নিশ্চয়তা দেয়নি এবং কিছু বিশ্লেষক বলছেন যে গাজায় দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থাও দরকার, শুধুমাত্র অস্ত্র ছাড়া যুদ্ধের মূলে থাকা সমস্যাগুলো সমাধান হবে না। একই সময়ে রাফা সীমান্ত ও মানবিক সাহায্য নিয়ে চলা বিতর্কও পরিস্থিতিকে অধিক জটিল করে তুলছে।
সম্প্রতি যুদ্ধবিরতিতে অগ্রগতি সত্ত্বেও দুইপক্ষের মধ্যে আস্থার অভাব, হামলা-প্রতিহিংসার আশংকা এবং আটক-হত্যাদেহাবশেষ হস্তান্তর সংক্রান্ত বিষয়ে দ্বিধা থাকায় পুরো প্রক্রিয়াটি অনিশ্চিত অবস্থায় রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যস্থতা ও নিরাপত্তা সংক্রান্ত আশ্বাস ছাড়া স্থায়ী সমাধি́নকল্পে পথ সুগম নয়—বিশ্লেষকরা এটাই বলছেন।
কোন মন্তব্য নেই