বিদেশ যেতে ঋণ না পেয়ে মাইক ভাড়া করে ক্ষোভ প্রকাশ, ভিডিও ভাইরাল
বিদেশ যেতে ঋণ না পেয়ে মাইক ভাড়া করে ক্ষোভ প্রকাশ, ভিডিও ভাইরাল
টাইমস এক্সপ্রেস ২৪ ডেস্ক | প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, দুপুর ১২:২০
কিশোরগঞ্জের হোসেনপুরে বিদেশ যাওয়ার জন্য প্রয়োজনীয় অর্থ না পেয়ে ক্ষোভে মাইক ভাড়া করে এলাকাবাসীর বিরুদ্ধে গালাগাল করেছেন এক যুবক। পরে তার সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়।
ঘটনাটি ঘটেছে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ পানান গ্রামে। সংশ্লিষ্ট যুবকের নাম সারোয়ার হোসেন রাব্বি।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাব্বি দীর্ঘদিন ধরে সৌদি আরবে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু প্রবাসে যেতে এক লাখ টাকা জোগাড় করতে না পারায় তিনি বারবার ব্যর্থ হচ্ছেন। এনজিও ও বিভিন্ন সমিতির কাছ থেকে ঋণ চাইলেও কেউ তাকে সাহায্য করেননি।
শেষ পর্যন্ত ক্ষোভ ও হতাশা থেকে গত শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে তিনি ৫০০ টাকায় মাইক ভাড়া করে গ্রামজুড়ে মাইকিং করে এলাকার মানুষকে কটূভাষায় গালাগাল করেন। পরে সেই ভিডিও নিজেই ফেসবুকে পোস্ট করেন।
ভিডিওতে রাব্বি অভিযোগ করেন, কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে তার বিদেশযাত্রায় বাধা দিয়েছে এবং তার নামে অপপ্রচার চালিয়েছে। এসব ক্ষোভ থেকেই তিনি এমন আচরণ করেছেন বলে দাবি করেন।
তবে ভিডিও ভাইরাল হওয়ার পর রাব্বি নিজের ক্যাপশনে দুঃখ প্রকাশ করে লিখেছেন, “আমি স্বীকার করছি, খারাপ ভাষায় কথা বলেছি। আমি কেন এমন করেছি, সেটাই সবাইকে জানাতে চেয়েছি।”
রাব্বি জানান, তিনি বিবাহিত এবং এক সন্তানের পিতা। পরিবারের দায়িত্ব ও সন্তানের ভবিষ্যৎ গড়ার আশায় বিদেশ যাওয়ার চেষ্টা করছেন। বর্তমানে অটোরিকশা চালানো ও বিকাশের কাজ করে জীবিকা নির্বাহ করছেন। তিনি আরও জানান, তার ভিসা ও মেডিকেলের মেয়াদ ৩০ অক্টোবর শেষ হবে।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কেউ কেউ রাব্বির আচরণে ক্ষুব্ধ, আবার অনেকে তার মানসিক চাপ ও হতাশার প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন।
কোন মন্তব্য নেই