বিমানবন্দরের আগুনে আহত ১৪ সদস্য সিএমএইচে ভর্তি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বিমানবন্দরের আগুনে আহত ১৪ সদস্য সিএমএইচে ভর্তি

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

 বিমানবন্দরের আগুনে আহত ১৪ সদস্য সিএমএইচে ভর্তি

টাইমস এক্সপ্রেস ২৪ ডেস্ক | প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, দুপুর ১২:৩০

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড নেভাতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১৪ সদস্য আহত হয়েছেন। তাদের সবাইকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

রবিবার (১৯ অক্টোবর) সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, আহতদের মধ্যে বিমানবাহিনীর ১ জন, ফায়ার সার্ভিসের ৩ জন, পুলিশের ১ জন এবং আনসারের ১০ জন সদস্য রয়েছেন। সবাই বর্তমানে সিএমএইচে চিকিৎসাধীন।

আইএসপিআর জানায়, গতকাল (শনিবার) দুপুর আড়াইটার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনা, নৌ ও বিমান বাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে আগুন নেভানোর কাজে অংশ নেয়। সমন্বিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কার্গো ভিলেজে সংরক্ষিত দাহ্য রাসায়নিক পদার্থের কারণে আগুন দ্রুত তীব্র আকার ধারণ করে। আগুন নেভানোর সময় রাসায়নিক ধোঁয়া ও তাপের কারণে ১৪ জন সদস্য শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের দ্রুত সিএমএইচে স্থানান্তর করা হয়।

আইএসপিআর জানায়, যেকোনো দুর্যোগে জনগণের পাশে থেকে সহায়তা প্রদান করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রস্তুত এবং দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

উল্লেখ্য, বিমানবন্দরের এই অগ্নিকাণ্ডের ঘটনায় কার্গো ভিলেজের বেশ কিছু গুদামঘর ক্ষতিগ্রস্ত হয়। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত চলছে।

কোন মন্তব্য নেই