বঙ্গোপসাগরে অনুপ্রবেশ, ১৪ ভারতীয় জেলে গ্রেপ্তার ও ট্রলার জব্দ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বঙ্গোপসাগরে অনুপ্রবেশ, ১৪ ভারতীয় জেলে গ্রেপ্তার ও ট্রলার জব্দ

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

বঙ্গোপসাগরে অনুপ্রবেশ, ১৪ ভারতীয় জেলে গ্রেপ্তার ও ট্রলার জব্দ

টাইমস এক্সপ্রেস ২৪ ডেস্ক | প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, দুপুর ১২:৩০

বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে মাছ শিকারের অভিযোগে বঙ্গোপসাগর থেকে ১৪ ভারতীয় জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। একই সঙ্গে একটি ফিশিং ট্রলারও জব্দ করা হয়েছে।

রবিবার (১৯ অক্টোবর) সকালে মোংলা থানায় মামলা দায়েরের পর গ্রেপ্তার জেলেদের আদালতে পাঠানো হয়।

মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, শুক্রবার (১৭ অক্টোবর) রাত ১১টার দিকে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় টহলরত নৌবাহিনীর জাহাজ বানৌজা শহীদ আক্তার উদ্দিন ভারতীয় ফিশিং ট্রলার ‘এফবি শুভযাত্রা’ আটক করে। ট্রলারটিতে ১৪ জন ভারতীয় জেলে ছিলেন, যারা বাংলাদেশের সমুদ্রসীমায় অনুপ্রবেশ করে অবৈধভাবে মাছ শিকার করছিলেন।

তিনি আরও জানান, আটক জেলেরা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ এলাকার বাসিন্দা। ট্রলারটিতে প্রায় ১০ মণ ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া গেছে।

পরে নৌবাহিনীর আরেক জাহাজ বানৌজা বিষখালী শনিবার রাতে ট্রলার ও জেলেদের মোংলায় নিয়ে আসে।

মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান বলেন, “সমুদ্রসীমা লঙ্ঘন ও অবৈধভাবে মাছ আহরণের অভিযোগে ভারতীয় জেলেদের বিরুদ্ধে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।”

এ ঘটনায় স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বাংলাদেশ জলসীমায় বিদেশি জেলেদের অনুপ্রবেশ ঠেকাতে নিয়মিত টহল জোরদারের দাবি জানিয়েছেন।

কোন মন্তব্য নেই