সরকারি প্রজ্ঞাপন প্রত্যাখ্যান, আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা এমপিও শিক্ষকদের - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সরকারি প্রজ্ঞাপন প্রত্যাখ্যান, আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা এমপিও শিক্ষকদের

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

সরকারি প্রজ্ঞাপন প্রত্যাখ্যান, আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা এমপিও শিক্ষকদের

টাইমস এক্সপ্রেস ২৪ ডেস্ক | প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, দুপুর ১২:৪৫

সরকার ঘোষিত ৫ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধি প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করেছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তাদের দাবি, তিন দফা পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

রবিবার (১৯ অক্টোবর) জাতীয় শহীদ মিনারে টানা অষ্টম দিনের মতো অবস্থান ও অনশন কর্মসূচি পালন করেন তারা। একইসঙ্গে দুপুরে শিক্ষা ভবন অভিমুখে ‘ভুখা মিছিল’-এর কর্মসূচিও ঘোষণা করা হয়েছে।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের আন্দোলনের পর সরকার ৫ শতাংশ হারে বাড়িভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করে। তবে শিক্ষকরা তা ‘অপর্যাপ্ত ও অন্যায্য’ বলে প্রত্যাখ্যান করেছেন।

জোটের সদস্যসচিব দেলাওয়ার হোসেন আজিজী বলেন, “৫ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন আমাদের আন্দোলনের প্রাথমিক ফল হলেও এটি চূড়ান্ত নয়। বাড়িভাড়াসহ তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

তিনি জানান, আন্দোলনের তিনটি মূল দাবি হলো—
১. মূল বেতনের ওপর ২০ শতাংশ হারে বাড়িভাড়া,
২. ১,৫০০ টাকা মেডিকেল ভাতা,
৩. উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করা।

ঢাকার কেরানীগঞ্জের শিক্ষক বদিউল হক বলেন, “আমাদের ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা শান্তিপূর্ণভাবে রাজপথে থাকব।”

এর আগে সকালে অর্থ বিভাগ থেকে জারি হওয়া আদেশে জানানো হয়, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) বৃদ্ধি করা হবে, যা আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে। তবে শিক্ষকরা প্রজ্ঞাপনটি সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করেন।

আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান, অনশন ও কর্মসূচি চলবে।

কোন মন্তব্য নেই