শরীয়তপুরে ইলিশ মজুতের উদ্দেশ্যে আনা এক ট্রাক বরফ জব্দ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

শরীয়তপুরে ইলিশ মজুতের উদ্দেশ্যে আনা এক ট্রাক বরফ জব্দ

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

শরীয়তপুরে ইলিশ মজুতের উদ্দেশ্যে আনা এক ট্রাক বরফ জব্দ

টাইমস এক্সপ্রেস ২৪ ডেস্ক | প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, সকাল ০৯:১২

শরীয়তপুরের গোসাইরহাটে ইলিশ মাছ অবৈধভাবে মজুত ও পরিবহনের কাজে ব্যবহারের উদ্দেশ্যে আনা এক ট্রাক বরফ জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ।

রবিবার (১৯ অক্টোবর) সকালে কোদালপুর ইউনিয়নের ঠাণ্ডারবাজার এলাকা থেকে অভিযান চালিয়ে ট্রাকটি জব্দ করা হয়।

উপজেলা মৎস্য বিভাগ জানায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে খুলনা থেকে এক ট্রাক বরফ এনে গোসাইরহাটের ঠাণ্ডারবাজার এলাকায় নামানো হয়। ইলিশ মাছ সংরক্ষণ ও পরিবহনের জন্য বরফটি ব্যবহার করার প্রস্তুতি চলছিল বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে মৎস্য বিভাগ দ্রুত অভিযান চালায় এবং বরফবোঝাই ট্রাকটি জব্দ করে থানায় হস্তান্তর করে।

এ বিষয়ে গোসাইরহাট উপজেলা জেষ্ঠ্য মৎস্য কর্মকর্তা আবুল কাশেম নীরব বলেন, “নিষেধাজ্ঞার সময়ে ইলিশ মজুত ও পরিবহনের লক্ষ্যে বরফ আনা হয়েছিল। আমরা খবর পেয়ে অভিযান চালিয়ে ট্রাকসহ বরফ জব্দ করেছি। তবে কারা এটি এনেছে, তা এখনো শনাক্ত করা যায়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, ইলিশের প্রজনন মৌসুমে সরকার ২২ দিনের জন্য ইলিশ ধরা, বিক্রি, মজুত ও পরিবহন নিষিদ্ধ ঘোষণা করেছে। তবু কিছু অসাধু ব্যবসায়ী নিয়ম ভেঙে অবৈধভাবে ইলিশ ব্যবসা চালিয়ে যাচ্ছে।

কোন মন্তব্য নেই