জেএমআই সিরিঞ্জের পর্ষদ সভার তারিখ নির্ধারণ
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেসের পর্ষদ সভা ১৩ নভেম্বর
টাইমস এক্সপ্রেস ২৪
৩ নভেম্বর ২০২৫, সোমবার | দুপুর ১:০৭ মিনিট
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেড তাদের পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৩ নভেম্বর দুপুর ২টা ৩৫ মিনিটে এ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে সোমবার (৩ নভেম্বর) এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচ্য সভায় ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই–সেপ্টেম্বর ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ প্রতিবেদনটি অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস বাংলাদেশের চিকিৎসা সরঞ্জাম উৎপাদন খাতের শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর একটি এবং নিয়মিতভাবে শেয়ারবাজারে তাদের কার্যক্রম নিয়ে বিনিয়োগকারীদের আগ্রহ রয়েছে।
কোন মন্তব্য নেই