ডিএসইতে সূচকের মিশ্র প্রতিক্রিয়া, দুই ঘণ্টায় লেনদেন ২২৭ কোটি টাকা
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
ডিএসইতে সূচকের মিশ্র প্রতিক্রিয়া, দুই ঘণ্টায় লেনদেন ২২৭ কোটি টাকা
টাইমস এক্সপ্রেস ২৪
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। বাজারের লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় ২২৭ কোটি টাকার বেশি শেয়ার ও ইউনিট লেনদেন সম্পন্ন হয়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, সোমবার (৩ নভেম্বর) বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪ দশমিক ৯৭ পয়েন্ট কমে ৫ হাজার ১১০ পয়েন্টে অবস্থান করছে।
অন্যদিকে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সামান্য বেড়ে ০.৮২ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১,০৭৯ পয়েন্টে, আর ‘ডিএস-৩০’ সূচক ৩ দশমিক ৭১ পয়েন্ট কমে ১,৯৭৯ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সময়ে মোট ২২৭ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এ সময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে
-
১২৫টির দাম বেড়েছে,
-
১৮৭টির দাম কমেছে,
-
এবং ৮৩টির দাম অপরিবর্তিত রয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, বিনিয়োগকারীরা বর্তমানে সতর্ক অবস্থান নিয়েছেন, ফলে সূচকে বড় ধরনের পরিবর্তন না হলেও লেনদেন কিছুটা স্থিতিশীল রয়েছে।
কোন মন্তব্য নেই