ডিএসইতে সূচকের মিশ্র প্রতিক্রিয়া, দুই ঘণ্টায় লেনদেন ২২৭ কোটি টাকা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ডিএসইতে সূচকের মিশ্র প্রতিক্রিয়া, দুই ঘণ্টায় লেনদেন ২২৭ কোটি টাকা


ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ডিএসইতে সূচকের মিশ্র প্রতিক্রিয়া, দুই ঘণ্টায় লেনদেন ২২৭ কোটি টাকা

টাইমস এক্সপ্রেস ২৪

৩ নভেম্বর ২০২৫, সোমবার | দুপুর ১২:১০ মিনিট

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। বাজারের লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় ২২৭ কোটি টাকার বেশি শেয়ার ও ইউনিট লেনদেন সম্পন্ন হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, সোমবার (৩ নভেম্বর) বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪ দশমিক ৯৭ পয়েন্ট কমে ৫ হাজার ১১০ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সামান্য বেড়ে ০.৮২ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১,০৭৯ পয়েন্টে, আর ‘ডিএস-৩০’ সূচক ৩ দশমিক ৭১ পয়েন্ট কমে ১,৯৭৯ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে মোট ২২৭ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এ সময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে

  • ১২৫টির দাম বেড়েছে,

  • ১৮৭টির দাম কমেছে,

  • এবং ৮৩টির দাম অপরিবর্তিত রয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, বিনিয়োগকারীরা বর্তমানে সতর্ক অবস্থান নিয়েছেন, ফলে সূচকে বড় ধরনের পরিবর্তন না হলেও লেনদেন কিছুটা স্থিতিশীল রয়েছে।

কোন মন্তব্য নেই