স্কয়ার ফার্মার পর্ষদ সভার তারিখ নির্ধারণ
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
স্কয়ার ফার্মার বোর্ড সভা ১২ নভেম্বর, প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় বসবে পর্ষদ
টাইমস এক্সপ্রেস ২৪
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির বোর্ড সভা আগামী ১২ নভেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, নির্ধারিত ওই সভায় ২০২৫ সালের প্রথম প্রান্তিকের (জুলাই–সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
সূত্র মতে, ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত সময়ের এই আর্থিক প্রতিবেদন পর্ষদ কর্তৃক অনুমোদন পেলে তা পরবর্তীতে প্রকাশ করবে কোম্পানিটি।
বাজার বিশ্লেষকরা বলছেন, নিয়মিত আর্থিক প্রতিবেদন প্রকাশের মাধ্যমে স্কয়ার ফার্মা বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বজায় রাখতে সক্ষম হচ্ছে, যা কোম্পানির ইতিবাচক ভাবমূর্তি ধরে রাখতে সহায়ক ভূমিকা রাখে।
কোন মন্তব্য নেই