শুরু হলো আন্তঃলেনদেন সেবা, বিকাশ চাইল সময়; অনুমোদনের অপেক্ষায় নগদ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

শুরু হলো আন্তঃলেনদেন সেবা, বিকাশ চাইল সময়; অনুমোদনের অপেক্ষায় নগদ


ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

শুরু হলো আন্তঃলেনদেন সেবা, বিকাশ চাইল সময়; অনুমোদনের অপেক্ষায় নগদ

টাইমস এক্সপ্রেস ২৪

২ নভেম্বর ২০২৫, রবিবার | দুপুর ১২:৪২ টা

দেশে ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের (পিএসপি) মধ্যে ইন্টারঅপারেবল বা আন্তঃলেনদেন সেবা আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। তবে দেশের দুই শীর্ষ এমএফএস প্রতিষ্ঠান বিকাশনগদ এই সেবার বাইরে রয়েছে।

প্রযুক্তিগত প্রস্তুতির অভাবে বিকাশ তিন মাস সময় চেয়েছে, আর নগদ এখনো বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের অপেক্ষায়। ফলে প্রাথমিকভাবে এই দুই বড় প্রতিষ্ঠানকে বাদ দিয়েই নতুন এই প্ল্যাটফর্ম চালু করা হয়েছে।


কেন্দ্রীয় ব্যাংকের বক্তব্য:

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন,

“বিকাশের সিস্টেম এখনো পুরোপুরি নিরাপদ নয়। তারা আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত সময় চেয়েছে। তবে বিষয়টি নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নগদের অনুমোদন প্রক্রিয়াও চলছে।”


কারা যুক্ত হলো এই প্ল্যাটফর্মে:

প্রাথমিকভাবে ১৭টি প্রতিষ্ঠানকে যুক্ত করার পরিকল্পনা থাকলেও, বর্তমানে ১০টি প্রতিষ্ঠান নিয়ে সেবা চালু হয়েছে।
এর মধ্যে রয়েছে —

  • ডাচ-বাংলা ব্যাংকের রকেট

  • ইসলামী ব্যাংকের এমক্যাশ

  • দুটি পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি)

  • আরও কয়েকটি ব্যাংক

খুব শিগগিরই আরও ৫টি প্রতিষ্ঠান যুক্ত হবে বলে জানা গেছে।


 ইন্টারঅপারেবল লেনদেন কীভাবে কাজ করবে:

এই ব্যবস্থায় গ্রাহকরা সহজেই এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে, অথবা এক এমএফএস থেকে অন্য এমএফএসে টাকা পাঠাতে পারবেন। এতে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় সহজতা, প্রতিযোগিতা ও স্বচ্ছতা বাড়বে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

এর আগে বাংলাদেশ ব্যাংক ১৩ অক্টোবর এক সার্কুলারের মাধ্যমে ঘোষণা দেয় —

“১ নভেম্বর থেকে ব্যাংক, এমএফএস ও পিএসপির মধ্যে আন্তঃলেনদেন চালু হবে।”


‘বিনিময়’ থেকে নতুন সূচনা:

২০২০ সালে প্রথমবার আন্তঃলেনদেন ব্যবস্থার উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক, যা পরবর্তীতে বাস্তবায়িত হয়নি।
২০২২ সালের নভেম্বরে সজীব ওয়াজেদ জয়-এর তত্ত্বাবধানে ‘বিনিময়’ নামের প্ল্যাটফর্ম চালু হয়, যেখানে বিকাশ, রকেট, এমক্যাশ, টালিপে ও কয়েকটি ব্যাংক যুক্ত ছিল।

তবে ২০২৪ সালের আগস্টে সরকার পরিবর্তনের পর জানা যায়, ‘বিনিময়’ প্ল্যাটফর্মের মালিকানা ছিল যুক্তরাষ্ট্রভিত্তিক পাঁচটি শেল কোম্পানির হাতে, ফলে প্রকল্পটি বন্ধ করে দেওয়া হয়।


নতুন প্ল্যাটফর্মের বৈশিষ্ট্য:

বর্তমান ইন্টারঅপারেবল লেনদেন ব্যবস্থা বাংলাদেশ ব্যাংকের ন্যাশনাল পেমেন্ট সুইচ (NPSB)-এর আওতায় পরিচালিত হচ্ছে।

কোন মন্তব্য নেই