এমএফএস–ব্যাংক আন্তলেনদেন চালু, তবে বিকাশ–নগদ এখনো অপেক্ষায়
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
এমএফএস–ব্যাংক আন্তলেনদেন চালু, তবে বিকাশ–নগদ এখনো অপেক্ষায়
বাংলাদেশ ব্যাংকের ব্যাখ্যা
বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী বলেন,
“বিকাশ প্রক্রিয়া সম্পন্ন করেছে, তাই তারা যেকোনো সময় সেবা চালু করতে পারবে। তবে নগদের পূর্ণাঙ্গ লাইসেন্স না থাকায় তাদের সংযোগ দেওয়া হয়নি। আশা করছি, শিগগিরই সব প্রতিষ্ঠান এই সেবা চালু করবে।”
কারা সেবা চালু করেছে
বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তালিকা অনুযায়ী, আজ পর্যন্ত ১০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান আন্তলেনদেন সেবা চালু করেছে।
তালিকা:
- 
ইসলামী ব্যাংক
 - 
ইসলামী ব্যাংকের এমক্যাশ
 - 
ব্র্যাক ব্যাংক
 - 
ইস্টার্ন ব্যাংক
 - 
পূবালী ব্যাংক
 - 
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
 - 
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক
 - 
রকেট
 - 
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ইসলামিক ওয়ালেট
 
বিকাশ ও নগদের অবস্থান
বিকাশের করপোরেট কমিউনিকেশনস প্রধান শামসুদ্দিন হায়দার ডালিম বলেন,
“আমরা শুরু থেকেই বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগের অংশ। সব প্রক্রিয়া সম্পন্ন করে নিরাপদ ও নির্বিঘ্ন লেনদেন নিশ্চিত করতে কাজ করছি। খুব শিগগিরই গ্রাহকেরা সেবাটি ব্যবহার করতে পারবেন।”
অন্যদিকে নগদ কর্তৃপক্ষ জানিয়েছে,
“আমরা কেন্দ্রীয় ব্যাংকের এনপিএসবির সঙ্গে সংযোগ স্থাপনের জন্য একাধিকবার আবেদন করেছি, কিন্তু কোনো সাড়া মেলেনি। ফলে সেবা চালু করা সম্ভব হয়নি।”
রকেটের কর্মকর্তারা জানিয়েছেন, ছুটির কারণে তারা প্রথম দিন সেবা দিতে পারেননি, তবে রোববার থেকেই চালু হবে বলে আশা করছেন।
খরচ কত হবে
নতুন নিয়মে লেনদেনের সর্বোচ্চ মাশুল নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক—
| লেনদেনের ধরন | সর্বোচ্চ খরচ (প্রতি ১,০০০ টাকা) | 
|---|---|
| ব্যাংক ➜ ব্যাংক / এমএফএস / পিএসপি | ৳১.৫০ | 
| এমএফএস ➜ ব্যাংক / এমএফএস / পিএসপি | ৳৮.৫০ | 
| পিএসপি ➜ ব্যাংক / এমএফএস | ৳২.০০ | 
ব্যাংক চাইলে গ্রাহকদের জন্য বিনা খরচে লেনদেনের সুবিধাও দিতে পারবে।
কেন গুরুত্বপূর্ণ এই সেবা
এই আন্তলেনদেন ব্যবস্থা চালুর ফলে—
- 
ব্যাংক ও এমএফএসের মধ্যে সরাসরি অর্থ স্থানান্তর সম্ভব হবে,
 - 
নগদ অর্থের ব্যবহার কমবে,
 - 
এবং গ্রাহকরা এক প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন অ্যাকাউন্টে লেনদেন করতে পারবেন।
 
এ উদ্যোগটি পরিচালনা করছে বাংলাদেশ ব্যাংকের ন্যাশনাল পেমেন্ট সুইচ অব বাংলাদেশ (NPSB)।
কোন মন্তব্য নেই