টানা দুই মাস আড়াই বিলিয়ন ডলারের বেশি প্রবাসী আয় এসেছে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

টানা দুই মাস আড়াই বিলিয়ন ডলারের বেশি প্রবাসী আয় এসেছে

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

টানা দুই মাস আড়াই বিলিয়ন ডলারের বেশি প্রবাসী আয় এসেছে

টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশ: ২ নভেম্বর ২০২৫


প্রবাসীদের পাঠানো অর্থে নতুন রেকর্ড

টানা দুই মাস ধরে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন আড়াই বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স। সদ্য সমাপ্ত অক্টোবর মাসে দেশে এসেছে ২৫৬ কোটি ৩৪ লাখ মার্কিন ডলার (২.৫৬ বিলিয়ন ডলার) — যা গত বছরের একই সময়ের তুলনায় ৭ শতাংশ বেশি

এর আগে সেপ্টেম্বরে দেশে এসেছিল ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার, যা চলতি অর্থবছরের সর্বোচ্চের কাছাকাছি।


ব্যাংকভিত্তিক রেমিট্যান্স প্রবাহ

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে দেখা গেছে—

  • রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক: ৪৭ কোটি ৭৮ লাখ ডলার

  • বেসরকারি ব্যাংক: ১৮৩ কোটি ৮৬ লাখ ডলার

  • বাংলাদেশ কৃষি ব্যাংক: ২৪ কোটি ডলার

  • বিদেশি ব্যাংক: ৬৬ লাখ ডলার


ধারাবাহিক প্রবৃদ্ধি

এর আগে আগস্টে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ডলার, আর জুলাইয়ে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার। ফলে টানা চার মাস ধরে রেমিট্যান্স প্রবাহ ২ বিলিয়ন ডলারের ওপরে রয়েছে।

২০২৪–২৫ অর্থবছরে দেশে এসেছিল ৩০ বিলিয়ন ডলারের বেশি প্রবাসী আয় — যা আগের বছরের তুলনায় প্রায় ২৭ শতাংশ বেশি (প্রায় ৬.৫ বিলিয়ন ডলার)


বিশেষজ্ঞদের মত

খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, রেমিট্যান্সের এই উর্ধ্বমুখী ধারা দেশের টাকার মান স্থিতিশীল রাখতে, আমদানি ব্যয় মেটাতে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি করতে বড় ভূমিকা রাখছে।

বর্তমানে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ আবারও ৩২ বিলিয়ন ডলার (৩,২০০ কোটি ডলার) অতিক্রম করেছে। এতে আমদানি ঋণপত্র (LC) খোলার কার্যক্রমও বেড়েছে।


সারসংক্ষেপে

সূচকঅক্টোবর ২০২৫সেপ্টেম্বর ২০২৫
প্রবাসী আয়২৫৬.৩৪ কোটি ডলার২৬৮.৫৮ কোটি ডলার
বছরওয়ারি বৃদ্ধি+৭%
রিজার্ভ৩২ বিলিয়ন ডলার৩১.৭ বিলিয়ন ডলার

উপসংহার:
রেমিট্যান্সের এই ধারাবাহিক বৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভকে শক্তিশালী করছে এবং অর্থনীতিকে আরও স্থিতিশীল করে তুলছে। বিশেষজ্ঞদের মতে, এই ধারা বজায় থাকলে অর্থবছরের শেষে রেমিট্যান্স ৩৫ বিলিয়ন ডলার ছাড়াতে পারে

কোন মন্তব্য নেই