বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় ড. ইউনূস
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় ড. মুহাম্মদ ইউনূসের নাম, ৫০তম স্থানে বাংলাদেশি নোবেলজয়ী
টাইমস এক্সপ্রেস ২৪
জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘দ্য রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার’ প্রকাশ করেছে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের বার্ষিক তালিকা — ‘দ্য মুসলিম ৫০০: ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস ২০২৬’।
এবারের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তাঁকে তালিকায় ৫০তম স্থানে রাখা হয়েছে এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবেও উল্লেখ করা হয়েছে।
২০০৯ সাল থেকে প্রতিবছর এই তালিকা প্রকাশ করে আসছে ‘দ্য রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার’, যেখানে রাজনীতি, ধর্ম, সমাজসেবা, সংস্কৃতি, অর্থনীতি ও গণমাধ্যমসহ নানা ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী মুসলিম ব্যক্তিত্বদের স্বীকৃতি দেওয়া হয়।
বিশ্বে বর্তমানে প্রায় ২০০ কোটিরও বেশি মুসলিম রয়েছেন, যা বৈশ্বিক জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশ। ৫৬টি মুসলিমপ্রধান দেশজুড়ে তারা এক উম্মাহ বা বিশ্ব মুসলিম সম্প্রদায়ের অংশ হিসেবেই পরিচিত।
কোন মন্তব্য নেই