ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের লোকসান কমেছে ৮০ শতাংশ
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের লোকসান কমেছে ৮০%, আর্থিক অবস্থার উন্নতির ইঙ্গিত
টাইমস এক্সপ্রেস ২৪
৩ নভেম্বর ২০২৫, সোমবার | সকাল ১০:৩০
পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের প্রতিষ্ঠান ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২৫–সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় কোম্পানির লোকসান কমেছে প্রায় ৮০ শতাংশ।
রোববার (২ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশ করা হয়। এ তথ্য নিশ্চিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
ডিএসই সূত্রে জানা যায়, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান (EPS) দাঁড়িয়েছে ১ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে লোকসান ছিল ৫ পয়সা।
এছাড়া আলোচ্য প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (NAVPS) হয়েছে ২ টাকা ৪০ পয়সা।
বিশ্লেষকদের মতে, ধারাবাহিক খরচ নিয়ন্ত্রণ ও আয় বৃদ্ধির ফলে কোম্পানির লোকসান কমেছে, যা আগামী প্রান্তিকগুলোর পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
কোন মন্তব্য নেই