ফারইস্ট ফাইন্যান্সের শেয়ারে বড় দরপতন
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
ফারইস্ট ফাইন্যান্সের শেয়ারে বড় দরপতন, সপ্তাহের শুরুতেই বাজারে চাপ
টাইমস এক্সপ্রেস ২৪ |
৩ নভেম্বর ২০২৫, সোমবার
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বড় ধরনের দরপতন লক্ষ্য করা গেছে। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩০০টির শেয়ারদর কমেছে। এর মধ্যে সর্বোচ্চ দরপতন হয়েছে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ারে।
ডিএসই সূত্রে জানা গেছে, সোমবার (৩ নভেম্বর) কোম্পানিটির শেয়ার দর ১১ পয়সা বা ১০ দশমিক ৮৯ শতাংশ কমে লেনদেন হয়েছে, যা দিনের সর্বোচ্চ দরপতন হিসেবে রেকর্ড হয়েছে।
দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স, যার শেয়ার দর ১০ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা তমিজউদ্দিন টেক্সটাইল এর শেয়ার দর কমেছে ৮ দশমিক ৪৩ শতাংশ।
বিশ্লেষকরা বলছেন, চলমান অর্থনৈতিক অনিশ্চয়তা ও বিনিয়োগকারীদের সতর্ক মনোভাব বাজারে চাপ বাড়াচ্ছে। ফলে স্বল্পমেয়াদে আরও কিছুটা অস্থিরতা দেখা দিতে পারে বলে তাদের আশঙ্কা।
কোন মন্তব্য নেই