ডিএসইতে সূচকের মিশ্র প্রতিক্রিয়া, দুই ঘণ্টায় লেনদেন ২০৭ কোটি টাকা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ডিএসইতে সূচকের মিশ্র প্রতিক্রিয়া, দুই ঘণ্টায় লেনদেন ২০৭ কোটি টাকা


ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ডিএসইতে সূচকের মিশ্র প্রতিক্রিয়া, দুই ঘণ্টায় লেনদেন ২০৭ কোটি টাকা

টাইমস এক্সপ্রেস ২৪

প্রকাশ: ৪ নভেম্বর ২০২৫, দুপুর ১২:০৪

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন চলছে।
লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় মোট লেনদেন হয়েছে ২০৭ কোটি ৭৪ লাখ ৮২ হাজার টাকার।

ডিএসই সূত্রে জানা গেছে, বেলা ১২টা পর্যন্ত প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে ৫,০৬৫ পয়েন্টে অবস্থান করছে।
শরিয়াহ সূচক (ডিএসইএস) ২ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে ১,০৬৮ পয়েন্টে পৌঁছেছে।
অন্যদিকে ডিএস–৩০ সূচক সামান্য কমে দশমিক ৫৬ পয়েন্ট হ্রাস পেয়ে ১,৯৬০ পয়েন্টে রয়েছে।

এই সময়ে ডিএসইতে ১৮১ কোম্পানির শেয়ারদর বেড়েছে, ১০০টির কমেছে এবং ১০৭টির দাম অপরিবর্তিত রয়েছে।

কোন মন্তব্য নেই