গোদাগাড়ী সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

গোদাগাড়ী সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

 

রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার মধ্যরাতে গোদাগাড়ীর ডিএমসি সীমান্তে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন, উপজেলার সীমান্তবর্তী চড় আষাড়িয়াদহ ইউনিয়নের চরভুবনপাড়া এলাকার আলাউদ্দিনের ছেলে এশারুল ইসলাম মিশু (৩০) ও একই এলাকার জালাল উদ্দিনের ছেলে নাশরাফ হোসেন আবু (২৯)।

গোদাগাড়ী থানার ওসি হিপজুর আলম মুন্সি জানান, শনিবার দিবাগত রাতে গরু ব্যবসায়ী মিঠু ও মাশরাফ গরু আনার জন্য ভূবনপাড়া সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় সীমান্ত এলাকায় যান। সেখান থেকে ফেরার পথে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলেই তারা দুজন নিহত হন। তবে মিঠুর লাশ বাংলাদেশ সীমান্তে থাকলেও মাশরাফের লাশ ভারতের সীমানার মধ্যে রয়েছে। বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের পর মাশরাফের লাশ বিজিবির কাছে হস্তান্তর করা হবে। এরপর ময়নাতদন্ত শেষে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সানাউল্লাহ জানান, রাত দেড়টার দিকে বিএসএফ সদস্যরা গরু ব্যবসায়ী মিঠুর মরদেহ তার বাড়িতে ফেলে রেখে চলে যায় বলে মিঠুর বাবা আলাউদ্দিন দাবি করেছেন। আর মাশরাফের মরদেহ তারা নিয়ে গেছে।

রাজশাহী বিজিবি-১ এর অধিনায়ক লে. কর্নেল শামীম মাসুদ আল ইফতেখার জানান, পতাকা বৈঠকের পর মাশরাফের লাশ ফেরত পাওয়া যাবে।

কোন মন্তব্য নেই