মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ বন্ধের সিদ্ধান্ত
মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ বন্ধের সিদ্ধান্ত
মার্জিন ঋণ সুবিধায় বিনিয়োগের ক্ষেত্র সীমিত করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন বিধিমালা অনুযায়ী, মার্জিন ঋণ শুধুমাত্র ‘এ’ ক্যাটাগরির সাধারণ শেয়ারে বিনিয়োগের জন্য প্রযোজ্য হবে। মিউচুয়াল ফান্ড, বন্ড বা ডিবেঞ্চারে এই ঋণ ব্যবহার করা যাবে না।
মঙ্গলবার (১২ আগস্ট) অনুষ্ঠিত কমিশন সভায় ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫’-এর খসড়া অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে ‘মার্জিন (সংশোধিত) রুলস, ২০২৫’-এর খসড়াও গৃহীত হয়, যা কার্যত ১৯৯৯ সালের মার্জিন রুলস বাতিল করবে।
বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন বিধিমালা কার্যকর হলে মার্জিন ঋণ দিয়ে কোনো মিউচুয়াল ফান্ড ইউনিট, বন্ড বা অন্য কোনো সিকিউরিটিজে বিনিয়োগ সম্ভব হবে না। সুবিধাটি কেবল তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির সাধারণ শেয়ারেই সীমাবদ্ধ থাকবে।
তিনি আরও জানান, খসড়া বিধিমালাটি এখনও চূড়ান্ত হয়নি। জনমত যাচাইয়ের জন্য শিগগিরই এটি কমিশনের ওয়েবসাইট ও জাতীয় পত্রিকায় প্রকাশ করা হবে, এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
কোন মন্তব্য নেই