নির্দেশ মানেনি রাজ্য, মুখ্যসচিব মনোজ পন্থকে দিল্লি তলব নির্বাচন কমিশনের
ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে রাজ্যের চারজন অফিসারকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন (ECI)। তবে সেই নির্দেশ কার্যকর না করায় এবার রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে দিল্লিতে তলব করেছে কমিশন।
সূত্র জানায়, নির্বাচন কমিশন গত সপ্তাহে ভোটার তালিকা সংক্রান্ত অনিয়মের অভিযোগে চার অফিসারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু রাজ্য প্রশাসন সেই নির্দেশ মানেনি। ফলে সরাসরি মুখ্যসচিবকে দিল্লিতে হাজির হয়ে বিষয়টি ব্যাখ্যা দেওয়ার নির্দেশ পাঠানো হয়েছে।
রাজনৈতিক মহলে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিরোধী শিবিরের দাবি, রাজ্য সরকার নির্বাচন প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছে এবং কমিশনের নির্দেশকে অমান্য করছে। তবে রাজ্যের শাসক দল এ অভিযোগ উড়িয়ে দিয়েছে।
রাজ্যের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কমিশন সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহের মধ্যেই মুখ্যসচিবকে দিল্লিতে হাজির হতে হবে।
কোন মন্তব্য নেই