ভুয়ো নাগরিকদের চিহ্নিত করে তাড়াতেই হবে, SIR-এ অনিয়ম মানবেন না: আব্বাস সিদ্দিকী - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ভুয়ো নাগরিকদের চিহ্নিত করে তাড়াতেই হবে, SIR-এ অনিয়ম মানবেন না: আব্বাস সিদ্দিকী

 


ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী (SIR) নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ফুরফুরা শরিফের পীরজাদা ও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (ISF)-এর প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকী। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বিজেপি ও তৃণমূল—দুই দলকেই একযোগে নিশানা করেন।

আব্বাস সিদ্দিকী বলেন, "ভুয়ো নাগরিকদের চিহ্নিত করে তাড়াতেই হবে। SIR-এ অনিয়ম মানা হবে না। চরম অন্যায় করছে এই দুই দল।"

পটভূমি
২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে আব্বাস সিদ্দিকী ISF গঠন করলেও সরাসরি রাজনীতিতে নামেননি। তার ভাই নওশাদ সিদ্দিকী ভাঙড়ের বিধায়ক হন। দীর্ঘদিন রাজনীতি নিয়ে নীরব থাকার পর এবার ভোটার তালিকা সংশোধন ইস্যুতে প্রকাশ্যে অবস্থান জানালেন তিনি।

আব্বাসের মতে, ভোটার তালিকাকে সঠিক ও স্বচ্ছ রাখা জরুরি, যাতে ভুয়া নাগরিক বা বেআইনি ভোটারদের প্রভাব প্রতিরোধ করা যায়।

কোন মন্তব্য নেই