দক্ষিণ কোরিয়ার কারাবন্দি সাবেক প্রেসিডেন্টের স্ত্রী গ্রেফতার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

দক্ষিণ কোরিয়ার কারাবন্দি সাবেক প্রেসিডেন্টের স্ত্রী গ্রেফতার

 


শেয়ার বাজার কারসাজি, ঘুষ ও রাজনৈতিক হস্তক্ষেপসহ একাধিক অভিযোগে দক্ষিণ কোরিয়ার কারাবন্দি সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়লের স্ত্রী কিম কিয়ন হি গ্রেফতার হয়েছেন।

মঙ্গলবার (১২ আগস্ট) স্থানীয় সময় চার ঘণ্টার আদালত শুনানিতে সব অভিযোগ অস্বীকার করেন কিম। তবে প্রমাণ নষ্টের আশঙ্কায় আদালত তার বিরুদ্ধে আটক পরোয়ানা জারি করে। এর ফলে দক্ষিণ কোরিয়ার ইতিহাসে প্রথমবারের মতো সাবেক প্রেসিডেন্ট ও সাবেক ফার্স্ট লেডি—দুজনই একসঙ্গে কারাগারে পাঠানো হলো।

অভিযোগের বিস্তারিত
অভিযোগপত্রে বলা হয়েছে, কিম (৫২) ডয়চ মোটরস—দেশটির একটি বিএমডব্লিউ ডিলারের—শেয়ারের দাম কারসাজি করে অবৈধভাবে ৮০০ মিলিয়ন ওন (প্রায় ৫ লাখ ৭৭ হাজার ৯৪০ মার্কিন ডলার) আয় করেন। ঘটনাটি ঘটেছিল ইউন প্রেসিডেন্ট হওয়ার আগেই, তবে পুরো প্রেসিডেন্সি জুড়ে এর প্রভাব ছিল।

এছাড়া অভিযোগ রয়েছে, ব্যবসায়িক সুবিধার বিনিময়ে কিম বিতর্কিত ইউনিফিকেশন চার্চ থেকে দুইটি শ্যানেল ব্যাগ ও একটি হীরার নেকলেস ঘুষ হিসেবে নিয়েছিলেন।

তিনি ২০২২ সালের পার্লামেন্টের উপনির্বাচন এবং ২০২4 সালের সাধারণ নির্বাচনে প্রার্থী মনোনয়ন প্রক্রিয়ায়ও হস্তক্ষেপ করেছেন বলে অভিযোগ রয়েছে।

রাজনৈতিক প্রেক্ষাপট
ইউনকে চলতি বছরের জানুয়ারিতে ব্যর্থ সামরিক আইন প্রয়োগের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়। এ ঘটনায় দেশটি অরাজকতায় পড়ে এবং শেষ পর্যন্ত তাকে পদচ্যুত হতে হয়।

প্রেসিডেন্ট থাকাকালে ইউন, স্ত্রীর বিরুদ্ধে তদন্তের জন্য বিরোধী দলের প্রস্তাবিত বিশেষ কাউন্সিল গঠনের তিনটি বিলেই ভেটো দেন। শেষবারের ভেটোটি তিনি গত নভেম্বরে দেন—সামরিক আইন ঘোষণার মাত্র এক সপ্তাহ আগে।

এ বছরের জুনে, নতুন প্রেসিডেন্ট লি জে মিয়ং দায়িত্ব নেওয়ার পর বিশেষ কাউন্সিল গঠন করা হয়।

আদালতে উপস্থিতির সময় কিম কালো স্যুট ও কালো স্কার্ট পরে গম্ভীর মুখে ছিলেন। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আমি তুচ্ছ মানুষ হয়েও সমস্যা তৈরি করায় আন্তরিকভাবে দুঃখিত।”

সূত্র: বিবিসি নিউজ

কোন মন্তব্য নেই