দুই বছরের প্রেম, বিয়েতে এখনো সিদ্ধান্ত নেননি জয়া আহসান - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

দুই বছরের প্রেম, বিয়েতে এখনো সিদ্ধান্ত নেননি জয়া আহসান



দুই বাংলার সমান জনপ্রিয় মুখ জয়া আহসান। সম্প্রতি শেষ করেছেন নির্মাতা কৌশিক গাঙ্গুলির ‘আজও অর্ধাঙ্গিনী’। শিগগিরই তাকে দেখা যাবে মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে সুমন বন্দ্যোপাধ্যায়ের ‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমায়।

কলকাতার বিনোদনভিত্তিক ইউটিউব চ্যানেল ইন্ডালজ এক্সপ্রেস-এর সঙ্গে আলাপচারিতায় জয়া শেয়ার করেছেন সাম্প্রতিক কাজ ও দুই বাংলায় কাজের অভিজ্ঞতা। পাশাপাশি উঠে এসেছে ব্যক্তিগত জীবনের কিছু কথাও।

প্রকৃতির সান্নিধ্যে জয়ার ভালোবাসা
অবসর সময়ে কী করেন—এমন প্রশ্নে হেসে জয়া বলেন, “আমার আবার ফ্রি টাইম কোথায়!” তবে জানান, প্রকৃতির সান্নিধ্যে থাকতে খুব ভালো লাগে তার। বাসার টবে মিষ্টি আলু থেকে শুরু করে নানান শাকসবজি নিজ হাতে রোপণ করেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় ভালোবাসা ও ঘৃণা
সামাজিক মাধ্যমে অনেকেই ভালোবাসা জানালেও কেউ কেউ ঘৃণাও ছড়ায়। জয়ার মতে, “এটা আসলে তাদের দুর্ভাগ্য যে তারা ঘৃণা ছড়াচ্ছে। আমি কাজে বিশ্বাসী। তারা তাদের কাজ করছে, আমি আমারটা।”

দুই বছরের সম্পর্কে জয়া
জীবনে বিশেষ কেউ আছে কিনা জানতে চাইলে হাসিমুখে জয়া বলেন, “অবশ্যই আছে। মানুষ তো একা বাঁচতে পারে না।” তিনি জানান, সেই বিশেষ মানুষটি অভিনয় জগতের কেউ নন, এবং তারা গত দুই বছর ধরে একসঙ্গে আছেন।

তবে বিয়ের পরিকল্পনা নিয়ে প্রশ্নে জয়া স্পষ্ট করে বলেন, “এ ব্যাপারে আদতে কিছু জানি না। বিবাহিত সম্পর্ককে আমি শ্রদ্ধা করি, তবে এখনও এ নিয়ে ভাবিনি।” অতীতের কোনো তিক্ত অভিজ্ঞতা এর পেছনে কারণ হতে পারে কিনা জানতে চাইলে তিনি সম্ভাবনাকে উড়িয়ে দেননি।

কোন মন্তব্য নেই