মহিউদ্দিনের বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মহিউদ্দিনের বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী



সদ্য প্রয়াত আওয়ামী লীগ নেতা ও সাবেক চট্টগ্রাম সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর স্বজনদের সমবেদনা জানাতে চট্টগ্রামে তার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রোববার ২৪ ডিসেম্বর বিকেলে প্রধানমন্ত্রী নগরীর চশমাহিলে মহিউদ্দিনের বাসায় যাবেন বলে সংশ্লিষ্ট কার্যালয় থেকে চট্টগ্রামের প্রশাসনকে জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশনা পাবার পর শনিবার বিকেল থেকে মহিউদ্দিনের বাসার আশপাশ ঘিরে মহড়া দিতে শুরু করেছে বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।  রাত ১০টায় প্রধানমন্ত্রীর সফর নিয়ে নিরাপত্তা সংক্রান্ত চূড়ান্ত বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো.জিল্লুর রহমান।


আওয়ামী লীগের প্রবীণ নেতা ও চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী গত ১৫ ডিসেম্বর মারা যান। ৭৩ বছরের জীবনে মহিউদ্দিন চট্টগ্রামের মেয়র ছিলেন ১৬ বছর। একাত্তরের এই মুক্তিযোদ্ধা মৃত্যু পর্যন্ত ছিলেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি।

কোন মন্তব্য নেই