মুখের ভিতরে প্রবল যন্ত্রণাদায়ক আলসার হলে কী ভাবে যন্ত্রণা কমানো যাই। - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মুখের ভিতরে প্রবল যন্ত্রণাদায়ক আলসার হলে কী ভাবে যন্ত্রণা কমানো যাই।


মুখের ভিতরেও হয় আলসার- মুখের ভিতরেও আলসার হয়। এর ফলে মুখের ভিতরে প্রবল যন্ত্রণা হয়। কিছু খাওয়াও যায় না।

কোষ্ঠ্যকাঠিন্য, হরমোনাল ফ্লাকচুয়েশনের ফলে মুখের মধ্যে আলসার হয়। এছাড়া ভিটামিন বি এবং সি-র অভাবেও এই রোগ হতে পারে।

জেনে নিন কীভাবে বাঁচবেন এই রোগ থেকে।

১) মুখের যেখানে আলসার হয়েছে, সেখানে কয়েক ফোঁটা মধু লাগান।

২) নারকেল তেল লাগালেও তাড়াতাড়ি যন্ত্রণা কমে।

৩) জলের সঙ্গে ভিনিগার মিশিয়ে, তা দিয়ে কুলকুচি করুন।

৪) নুন জল দিয়ে দিনে বেশ কয়েকবার কুলকুচি করুন।

৫) টুথপেস্টে তাড়াতাড়ি ইনফেকশন সারে। তাই টুথপেস্ট লাগাতে পারেন।

৬) কমলালেবুর রস। কমলালেবুতে ভিটামিন সি থাকার ফলে খুব উপকারী।

৭) রসুনের রস লাগিয়ে রাখুন ৩০ মিনিটের জন্য। তার পরে জল দিয়ে ধুয়ে নিন।

কোন মন্তব্য নেই