রাজশাহীর একটি ক্লিনিকের ডাক্তারের বিরুদ্ধে কিশোরী রোগীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রাজশাহীর একটি ক্লিনিকের ডাক্তারের বিরুদ্ধে কিশোরী রোগীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে




রাজশাহী মহানগরীর লক্ষীপুরে অবস্থিত  পপুলার ডায়াগনস্টিক সেন্টারে  ডাক্তারের বিরুদ্ধে কিশোরী রোগীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।
ডা. ডিএ রশীদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে রোগীর স্বজনরা ডাক্তারকে তার চেম্বারে অবরুদ্ধ করে রাখে। রোববার রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্লিনিকে উত্তেজনা সৃষ্টি হয়।
প্রত্যক্ষ দর্শী সূত্রে জানা, শহরের কাটাখালি থেকে জনৈক কিশোরী (১৪) পপুলার ডায়াগনস্টিক সেন্টারে হরমোন বিশেষজ্ঞ ডা. ডিএ রশীদের কাছে তার চেম্বারে চিকিৎসা করাতে যান। ওই চিকিৎসার নামে ওই কিশোরীর শরীরের বিভিন্ন স্পস কাতর অংশে হাত দেন। এসময় মেয়েটি চিৎকার করে বাইরে বের হয়ে গিয়ে বিষয়টি স্বজনদের জানান। স্বজনরা বিষয়টি জানতে পেরে ডাক্তারকে অবরুদ্ধ করে রাখে।
ডাক্তারকে অবরুদ্ধ করার পর ক্লিনিকে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাজপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান হাফিজ বলেন, বিষয়টি শুনে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

ছবিঃ সংগ্রীহত

কোন মন্তব্য নেই