এবার বোলারদেরও হেলমেট পরে বোলিং !!! - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

এবার বোলারদেরও হেলমেট পরে বোলিং !!!


নিউজিল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে ওটাগোর ওয়ারেন বার্নেস প্রথমবার পরীক্ষামূলকভাবে শিরস্ত্রাণ পরে বল করলেন।ব্যাটসম্যানরা প্যাড, গ্লাভস, হেলমেট ছাড়াও একাধিক আভ্যন্তরীন আবরনি পরে মাঠে নামেন। উইকেটকিপারাও স্ট্যাম্পের কাছে দাঁড়ানোর সময় প্যাড-দস্তানার সঙ্গে হেলমেট ব্যবহার করেন। ক্লোজ-ইন ফিল্ডাররা মাথা বাঁচাতে হেলমেট পরেন। এমনকি আম্পায়ারদেরও হেলমেট পরে খেলা পরিচালনা করতে দেখা গেছে।আর তারই জের ধরে এবার বোলারদেরকেও সুরক্ষাকবচ ব্যবহার এই হেডগিয়ার।


এই হেডগিয়ার পুরোপুরি হেলমেটের আদলে তৈরি নয়। মাথা ও মুখ একসঙ্গে রক্ষা করবে হেলমেট ও মাস্কের মিশ্রণে তৈরি এই নিরাপত্তা উপকরণটি। বেসবল ক্যাচাররা খানিকটা এইরকমই হেলমেট পরতে দেখা যায়।

ওয়ারেন কেন হেলমেট ব্যবহার করতে গেলেন? ওয়ারেন এবং ওটাগো ভল্টস-এর কোচ রব ওয়াল্টার যৌথভাবে এই ধরনের হেলমেট-এর নকশা করেছেন। ওয়াল্টার বলেছেন, ‘ওয়ারেনই এই ধরনের হেলমেট বানানোর প্রস্তাব দিয়েছিল।মাস কয়েক আগে নটিংহ্যামশায়ারের লিউক ফ্লেচার বল করার সময় ফলো-থ্রু’য়ে মাথায় চোট পেয়েছিলেন। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে নভেম্বর পর্যন্ত মাঠের বাইরে ছিটেক গিয়েছিলেন ফ্লেচার। সেই ঘটনার পরই ব্যাটসম্যানের তীব্র গতিতে ধেয়ে আসা ড্রাইভের হাত থেকে বাঁচার জন্য সেফটি-গিয়ার বা হেলমেট পরার ভাবনা মাথায় আসে ওর।

কোন মন্তব্য নেই