বন্ধ হতে চলেছে হোয়াট্‌সঅ্যাপ? - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বন্ধ হতে চলেছে হোয়াট্‌সঅ্যাপ?



নতুন বছরে ব্ল্যাকবেরি এবং উইনডোজ-সহ বেশ কিছু ফোনে বন্ধ করতে চলেছে হোয়াট্‌সঅ্যাপ। নতুন ডিভাইসের পাশাপাশি, পরিষেবা বন্ধ হবে বেশ কিছু পুরনো সিস্টেমেও।

হোয়াট্‌সঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছেন, জুনের পর থেকেই ব্ল্যাকবেরি এবং উইনডোজের পুরনো মডেলগুলিতে এই অ্যাপ এক্সটেন্ড করা হয়েছিল। কিন্তু, নতুন বছর পড়ার পর থেকে আর ওই সিস্টেমগুলিতে হোয়াট্‌সঅ্যাপ ব্যবহার করা যাবে না। ইতিমধ্যেই বেশ কিছু ফোন যেমন, নোকিয়ার সিমবিয়ান এস৬০-তে জুনের পর থেকেই বন্ধ হয়ে গিয়েছে হোয়াট্‌সঅ্যাপ। অন্যান্য অপারেটিং সিস্টেমে যেমন, উইনডোজ ফোন ৭, অ্যানড্রয়েড ২.১, অ্যান্ড্রয়েড ২.২ এবং আইওএস ৬-তে ২০১৬ সাল থেকেই পরিষেবা বন্ধ করে দিয়েছে হোয়াট্‌সঅ্যাপ।

দেখে নিন, কোন কোন ফোনে বন্ধ হতে চলেছে হোয়াট্‌সঅ্যাপ:

• ব্ল্যাকবেরি ওএস, ব্ল্যাকবেরি ১০ এবং উইনডোজ ৮.০ ফোনগুলিতে ৩১ ডিসেম্বরের পর থেকে আর ব্যবহার করা যাবে না হোয়াট্‌সঅ্যাপ।

• নোকিয়া এস৪০ ফোনে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর থেকে বন্ধ হবে পরিষেবা।

• অ্যান্ড্রয়েড ২.৩.৭ এবং তার পুরনো ভার্সন ব্যবহার করেন যারা, তাদের জন্য কিছুটা স্বস্তি। এই ফোনগুলিতে হোয়াট্‌সঅ্যাপ বন্ধ হবে ২০২০ সালের ১ ফেব্রুয়ারির পর থেকে।

কোন মন্তব্য নেই