যোগগুরু রামদেবকে চ্যালেঞ্জ করলেন রাখি সাওয়ান্ত - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

যোগগুরু রামদেবকে চ্যালেঞ্জ করলেন রাখি সাওয়ান্ত


রাখি সাওয়ান্ত চ্যালেঞ্জ যোগগুরু রামদেবকে । তাও আবার কন্ডোম তৈরি নিয়ে। অবাক  হচ্ছেন? তাহলে রাখি সাওয়ান্তের এই ভিডিও দেখুন....


ইনস্টাগ্রামের ওই ভিডিওতে যোগগুরু রামদেবকে রীতিমত চ্যালেঞ্জ জানিয়েছেন টেলিভিশনের ‘ড্রামা কুইন’। তিনি বলেন, রামদেবের যদি দম থাকে, তাহলে তিনি যেন পতঞ্জলির কন্ডোম তৈরি করে দেখান। টেলিভিশনের ‘ড্রামা কুইনের’ ওই ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয় জোর জল্পনা।

কোন মন্তব্য নেই