লারাকে ছাড়িয়ে বিরাট কোহলি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

লারাকে ছাড়িয়ে বিরাট কোহলি



টাইমস এক্সপ্রেস ডেস্ক: শনিবার দিল্লি টেস্টের প্রথম দিনে সেঞ্চুরি তুলে নিয়েছিলেন বিরাট কোহলি। রবিবার সেটাকে ডাবলে রূপ দিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। আর এর মধ্য দিয়ে ৬টি ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে ক্যারিবীয়ান কিংবদন্তি ব্রায়ান লারাকে ছাড়িয়ে গেলেন কোহলি।দ্বিতীয় দিন শেষে কোহলি অপরাজিত ছিলেন ১৫৬ রানে। আজ লাঞ্চের আগেই সেটিকে ডাবলে রূপ দিয়েছেন। ১৯৯ থেকে সুরঙ্গা লাকমালের বলে দুই রান নিয়ে ছুঁয়েছেন মাইলফলক।



অধিনায়ক হিসেবে টেস্টে সর্বাধিক ৫টি ডাবল সেঞ্চুরি ছিল ব্রায়ান লারার। সেই রেকর্ড ভেঙে আজ রবিবার নতুন রেকর্ড গ়ডলেন বিরাট কোহলি। একই সঙ্গে টেস্টের ইতিহাসে অধিনায়ক হিসেবে সর্বাধিক ডাবল সেঞ্চুরির রেকর্ড পকেটে পুরে ফেললেন কোহলি। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে ৫ উইকেট হারিয়ে ভারত সংগ্রহ করেছে ৫০০ রান। ২২৫ রানে অপরাজিত রয়েছেন কোহলি।
এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ১৫৫ রান এসেছে ওপেনার মুরালি বিজয়ের ব্যাট থেকে।

কোন মন্তব্য নেই