আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের রাইট শেয়ার ছাড়ার তারিখ ঘোষণা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের রাইট শেয়ার ছাড়ার তারিখ ঘোষণা


রাইট শেয়ার ছাড়ার অনুমোদন পাওয়া বস্ত্র খাতের কোম্পানি আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের রাইট শেয়ারে আবেদন শুরুর তারিখ ঘোষণা করেছে।  কোম্পানির রাইট আবেদন আগামী ৩০ জানুয়ারি, ২০১৮ থেকে ১৫ ফেব্রুয়ারি, ২০১৮ পর্যন্ত চলবে। আর এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১১ জানুয়ারি, ২০১৮। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে  ৬২০তম কমিশন সভায় আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানিকে রাইট শেয়ার ইস্যু অনুমোদন করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

জানা যায়, বিএসইসি আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানিকে ১:১ হারে অর্থৎ বিদ্যমান ১টি শেয়ারের বিপরীতে ১টি রাইটের জন্য অনুমোদন দিয়েছে।  কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ১০ কোটি ৯৩ লাখ ৯৬ হাজার ৮৯৫টি শেয়ার ছেড়ে ১০৯ কোটি ৩৯ লাখ ৬৮ হাজার ৯৫০ টাকা বাজার থেকে সংগ্রহ করবে। উক্ত টাকা দিয়ে কোম্পানিটি বিএমআরই এবং সক্ষমতা বাড়ানোর শর্ত পরিপালন করবে।

রাইট শেয়ার ডকুমেন্ট অনুযায়ী ৩১ মার্চ ২০১৭ অনুসারে কোম্পানিটির শেয়ার প্রতিটি সম্পদ মূল্য ছিল ১৮.৪৩ টাকা। আর ১লা জুলাই ২০১৬ থেকে ৩১ মার্চ ২০১৭ সময়কালে শেয়ার প্রতি আয় হয়েছে ১.৩১ টাকা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে রয়েছে সিটিজেন সিকিউরিটিজ এন্ড ইনভেস্টমেন্ট।

সূত্র : শেয়ারবাজারনিউজছবি: সংগৃহীত

কোন মন্তব্য নেই