পাকিস্তানে মার্কিন ড্রোন হামলা! জানেন কি বলছে ইসলামাবাদ? - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

পাকিস্তানে মার্কিন ড্রোন হামলা! জানেন কি বলছে ইসলামাবাদ?


পাকিস্তানে মার্কিন ড্রোন হামলায় তীব্র নিন্দা জানাল ইসলামাবাদ সরকার৷ পাক পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানানো হয়েছে, জঙ্গি আস্তানায় হামলার নামে পাকিস্তানের উপর নজরদারি চালাচ্ছে আমেরিকা৷ আর এই কারণে ডোনাল্ড ট্রাম্পের সরকারের উপর আস্থা হারাচ্ছে ইসলামাবাদ৷
বিবৃতিতে আরও জানানো হয়েছে, মার্কিন ড্রোন থেকে পাকিস্তানের উত্তর-পশ্চিমে কুররম এজেন্সির একটি আফগান শরণার্থী শিবিরে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। দাবি করা হচ্ছে, মার্কিন ড্রোন হামলায় পাকিস্তান হাক্কানি নেটওয়ার্কের দুই গুরুত্বপূর্ণ নেতা নিহত হয়েছে। পাকিস্তানের পুলিশ নিহত দুই ব্যক্তিকে এহসান খোরাই ও নাসির মাহমুদ নামে চিহ্নিত করেছে।
এদিকে, আফগানিস্তানে মার্কিন সামরিক মিশন জানিয়েছেন, তারা এমন কোনও ড্রোন হামলার কথা জান না। পাকিস্তানের ভেতরে ড্রোন হামলা হয় তা আফগানিস্তানে অবস্থিত মার্কিন ঘাঁটি থেকেই পরিচালিত হয়ে আসছে। মার্কিন ড্রোন হামলার তীব্র সমালোচনা করে থাকে পাকিস্তান। ইসলামাবাদ আশঙ্কা করছে, পাকিস্তানের উপজাতি এলাকায়ও মার্কিন ড্রোন হামলা বিস্তৃত করা হতে পারে।

সূত্র



কোন মন্তব্য নেই