সব বোতল, ক্যান রিসাইকেল করবে কোকাকোলা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সব বোতল, ক্যান রিসাইকেল করবে কোকাকোলা


আসছে ২০৩০ সালের মধ্যে সব ধরনের বোতল ও ক্যানের রিসাইকেল করার পরিকল্পনা হাতে নিয়েছে বিশ্বের সবচেয়ে বড় কোমলপানীয় প্রস্তুতকারক কোম্পানি কোকাকোলা। প্রায় ৫০০ ব্র্যান্ডের পানীয় তৈরি ও বাজারজাত করা প্রতিষ্ঠানটি সম্প্রতি এই ঘোষণা দিয়েছে।

সাম্প্রতিক সময়ের পরিবেশ দূষণ ও এর কারণে সৃষ্ট সমস্যাগুলোর কথা চিন্তা করেই ‘ম্যাসিভ গ্লোবাল অ্যাম্বিশন’ শিরোনামের এই কর্মসূচি হাতে নিয়েছে কোম্পানিটি।
বিবিসির খবরে বলা হয়েছে, কোকাকোলা চায় ২০৩০ সালের মধ্যে সব ধরনের পণ্যে রিসাইকেল বোতল ও ক্যান ব্যবহার করতে।

তবে পরিবেশবাদি সংগঠন গ্রীন পিস বলছে, কোকাকোলা আসলে প্লাস্টিক বোতলের ব্যবহার কমাতে চায়। কিন্তু তারা রিসাইকেল করতে চায় না।

কোকাকোলা সম্প্রতি ‘ময়লা মুক্ত পৃথবী’ প্রচারণায় বিশ্বের সব পানীয় ও খাবার উৎপানকারী প্রতি আহ্বান জানিয়ে বলেছে, বিশ্ব যে দিন দিন ময়লার ভাগাড় হয়ে উঠছে তার জন্য পানীয় ও খাবার উৎপানকারী কোম্পানিগুলোই দায়ী।

কোকাকোলার প্রধান নির্বাহী জেমস কুইনসি এক বিবৃতিতে বলেছে, অন্যান্য কোম্পানিগুলোর মতো বিশ্বকে ‘প্যাকেজিং ঝামেলায়’ ফেলার দায় কোকাকোলারও আছে। দায় থেকে মুক্ত হতেই আমরা এই রিসাইকেলের কর্মসূচি হাতে নিয়েছি।

তিনি বলেন, আমরা শিগগিরই আমাদের ভোক্তাদের এই কাজে অংশ নিতে কী কী করতে হবে তা জানিয়ে দেবো।

কোন মন্তব্য নেই