স্বর্ণকেশীর হাতেই স্বস্তি পেতে চায় রোমানিয়া
শেষ সাত মাসে তিনবার প্রধানমন্ত্রী বদল হয়েছে৷ চতুর্থ জন কার্যকরী প্রধানমন্ত্রীর পদ সামলাচ্ছেন৷ তীব্র রাজনৈতিক উত্তাপে ফুটতে থাকা দেশ রোমানিয়ার মসনদে এবার এক স্বর্ণকেশী মহিলার আগমন নিশ্চিত৷ তিনি কুর্সিতে বসলেই দেশের ইতিহাসে এক নজির তৈরি হবে৷
রাজনৈতিক পটপরিবর্তনের হাওয়ায় রোমানিয়ার প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন ভিওরিকা ড্যানসিলা৷ ৫২ বছর বয়সী ভিওরিকাকে আগামী ফেব্রুয়ারি মাসেই কার্যভারের দায়িত্ব দেওয়া হচ্ছে৷ এমনই জানাচ্ছে, বিবিসি৷ ইউরোপের নবম বৃহত্তম রাষ্ট্র রোমানিয়া৷ এই দেশের সংসদে ১৮৬২ সাল থেকে এখন পর্যন্ত কোনও মহিলাকে দেখা যায়নি৷
রিপোর্টে বলা হয়েছে, দেশের প্রধানমন্ত্রীর পদে থাকা মিহাই তুডোসে আচমকা পদত্যাগ করায় ভিওরিয়াকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিচ্ছে ক্ষমতাসীন দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি৷
গত জুন মাস থেকে ইউরোপের অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ রোমানিয়া রাজনৈতিক কারণে উত্তপ্ত৷ ক্ষমতাসীন দলের মধ্যেই চলছে ক্ষমতা দখলের দ্বন্দ্ব৷ এরফলে দেশের অর্থনীতিতে ধাক্কা লাগছে৷ পরপর তিনবার প্রধানমন্ত্রীর মুখ বদল করেও পরিস্থিতি সামাল দেওয়া যায়নি৷ ফলে রোমানিয়ার জনজীবনে বাড়ছে হাতাশা৷
এমন পরিস্থিতিতে পরিচ্ছন্ন ভাবমূর্তির ভিওরিকা ড্যানসিলাকেই পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হল৷ তিনি ইউরোপিয়ান পার্লামেন্টের সাংসদ৷ আর রোমানিয়া বর্তমানে ইউরোপিয়ান ইউনিয়নের তালিকাভুক্ত দেশ৷
সূত্র:


কোন মন্তব্য নেই