আরব সাগরে ভয়ঙ্কর ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা পাকিস্তানের - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আরব সাগরে ভয়ঙ্কর ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা পাকিস্তানের


অস্ত্রের নাম হারবা নাভেল ক্রুজ মিসাইল।উত্তর আরব সাগরে ক্রুজ মিসাইল পরীক্ষা করল পাকিস্তান নৌসেনা। ফার্স্ট অ্যাটাক ক্রাফ্ট (মিসাইল), পিএনএস হিম্মত থেকে এটি ছোঁড়া হয়। শক্তি প্রদর্শন করার জন্যই পাকিস্তান এই পরীক্ষা চালায় বলে মনে করা হচ্ছে।

এটি সারফেস-টু-সারফেস অ্যান্টি শিপ মিসাইল। এটি শুধু সমুদ্রে নয়, স্থলেও আঘাত হানতে পারে।পিএনএস হিম্মতের দৈর্ঘ্য ৬৩ মিটার।

বিকালের দিকে ক্রুজ মিসাইলটি সফলভাবে ছোঁড়া হয়। নাভাল স্টাফ চিফ অ্যাডমিরাল জাফর মহেমুদ আব্বাসি একথা জানিয়েছেন

দেশের প্রতিরক্ষা মন্ত্রকের এটি একটি বড় রকম কৃতিত্ব। হারবা ক্রুজ মিসাইল পরীক্ষার পর পাকিস্তান
নৌদফতর স্বস্তির নিশ্বাস ফেলেছে। পাকিস্তানের জাতীয় সুরক্ষার জন্য এটি জরুরি ছিল বলে মন্তব্য করেছেন আব্বাসি। পাশাপাশি আরো বলেছেন, যে কোনো মূল্যে এর সাফল্য জরুরি ছিল।

কোন মন্তব্য নেই