অসুস্থ ট্রাম্প? বিরোধীদের কটাক্ষের জবাব দিলেন মার্কিন প্রেসিডেন্ট
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শারীরিকভাবে অসুস্থ বলে কটাক্ষ করেছিলেন বিরোধীরা৷ তাঁর এই অসুস্থার জন্য প্রেসিডেন্ট পদের মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করতে হবে বলে সমালোচনা করেছিলেন বিরোধীরা৷ তবে, বিরোধীদের এহেন সমালোচনায় খুব একটা ভালভাবে নেননি প্রেসিডেন্ট৷ নিজের অসুস্থতা ভুল প্রমাণ করেই ছাড়লেন ট্রাম্প৷
বিরোধীদের ব্যঙ্গে জল ঢেলে নিজেই নিজেই সুস্ততার রিপোর্ট পেশ করলেন৷ দাবি করলেন, তিনি কোনও ভাবেই দুর্বল নয়৷ বরং সুস্থতার সঙ্গে তিনি তার প্রেসিডেন্ট পদের মেয়াদ শেষ করতে পারবেন৷ সম্প্রতি, প্রকাশিত প্রথম স্বাস্থ্য রিপোর্ট অনুয়ায়ী, ‘তাঁর কোন স্বাস্থ্যগত জটিলতা নেই।’ বলেও দাবি জানানো হয়েছে৷ গত সপ্তাহের স্বাস্থ্য পরীক্ষার পর হোয়াইট হাউস ব্রিফিংকালে চিকিৎসক রনি জ্যাকসন বলেন, ‘পরীক্ষার ফলাফলে দেখা যাচ্ছে প্রেসিডেন্ট স্বাস্থ্য ভাল আছে৷ তাঁর মেয়াদকালে তিনি সুস্থ থাকবেন বলেই আশা করছি।’
বর্তমানে ৭১ বছর বয়সী ট্রাম্পের স্বাস্থ্যকে ‘চমৎকার’ বলে আখ্যায়িত করা হয়।সম্প্রতি ট্রাম্পের মানসিক স্বাস্থ্য নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা দেখা দেয়। এর ফলে তার স্বাস্থ্য পরীক্ষা করার অনুরোধ জানানো হয়।


কোন মন্তব্য নেই