সাদা চাল: ঢেঁকিছাঁটা চালের মেয়াদ একসময় ফুরালেও সাদা চালের মেয়াদের কোনো সীমা নেই। ব্যাগ বা ড্রামে দীর্ঘ দিন সংরক্ষণ করে রাখা যায়। এমনকি মাসের পর মাস খোলা জায়গায় রেখে দিলেও এটি খাওয়া যায়। বাসমতী বা এ ধরনের চাল বায়ুরোধী কনটেইনারে রেখে দিলে অনেক দিন ভালো থাকে।
সূত্র
২৭ নভেম্বর ২০১৭
সাদা চালের মেয়াদের কোনো সীমা নেই।
Reviewed by Times Express
on
জানুয়ারী ৩১, ২০১৮
Rating: 5
কোন মন্তব্য নেই