সাকিবের প্রথম ওভারেই কেঁপে উঠলো জিম্বাবুয়ে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সাকিবের প্রথম ওভারেই কেঁপে উঠলো জিম্বাবুয়ে



শুরুটা সাকিব আল হাসানের স্পিন দিয়ে করে বাংলাদেশ।  আর দ্বিতীয় বলেই সাফল্য পান বিশ্বসেরা অলরাউন্ডার।  উইকেটের বাইরে এসে খেলতে গিয়েছিলেন ওপেনার সলোমন মিরে।  তাতেই তার উইকেট ভেঙে স্টাম্পড করে দেন মুশফিকুর রহিম।  এক বল বিরতি দিয়ে আবার সাকিবের আঘাত।  এবার ক্রেগ আরভিন সরাসরি ক্যাচ উঠিয়ে দেন মিড উইকেটে সাব্বির রহমানের কাছে। জিম্বাবুয়ের সংগ্রহ ১ ওভারে ২ উইকেটে ৫ রান।


 এর আগে টস জিতে ফিল্ডিং নেয় স্বাগতিক বাংলাদেশ। দুই বছর পর ফিরলেন ওপেনার এনামুল হক বিজয়। ২০১৫ সালে স্কটল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচ খেলেছিলেন তিনি।

এই ম্যাচ দিয়েই অনন্য কীর্তি গড়েছে মিরপুর স্টেডিয়াম। শততম ওয়ানডে আয়োজন করেছে শেরে বাংলা স্টেডিয়াম। আর ৫টি স্টেডিয়ামের আছে এমন শততম ম্যাচ আয়োজনের কীর্তি।


সূত্র:


কোন মন্তব্য নেই