এশিয়ার সবচেয়ে বড় অর্থনীতির দেশ চীনে নিজেদের দ্বিতীয় অফিস চালু করেছে গুগল। - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

এশিয়ার সবচেয়ে বড় অর্থনীতির দেশ চীনে নিজেদের দ্বিতীয় অফিস চালু করেছে গুগল।


এশিয়ার সবচেয়ে বড় অর্থনীতির দেশ চীনে নিজেদের দ্বিতীয় অফিস চালু করেছে গুগল। টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়, গুগলের এই অফিসটি চালু হয়েছে চীনের শেনজেনে। একই শহরে রয়েছে টেনসেন্ট, হুয়াওয়ে ও জেডটিই-এর প্রধান কার্যালয়।
চীনে এর আগেও একটি অফিস চালু করে গুগল। সেটা মূলত কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে গবেষণার জন্য ব্যবহার করা হয়। তবে এবার চালু করা অফিসটিতে কোন ধরনের কার্যক্রমের ওপর গুরুত্ব দেওয়া হবে তা এখনও জানা যায়নি।
অবশ্য এ সম্পর্কে গুগলের একজন মুখপাত্র বলেন, শেনজেনে আমাদের গুরুত্বপূর্ণ অনেক গ্রাহক ও পার্টনার রয়েছে। তাদের সঙ্গে আরও ভালোভাবে কাজ করার জন্যই এ অফিসটি চালু করা হয়েছে।
চীনে বন্ধ রয়েছে গুগল সার্চ সেবা। তারপরও দেশটিতে গুগলের প্রচুর কর্মী রয়েছেন। তারা বিভিন্ন আন্তর্জাতিক সেবা নিশ্চিতে কাজ করে থাকেন।
সূত্র: গেজেটস নাউ

কোন মন্তব্য নেই