রোহিঙ্গাদের ১ কোটি ওন দিলেন অভিনেত্রী লি হানি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রোহিঙ্গাদের ১ কোটি ওন দিলেন অভিনেত্রী লি হানি

মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সহায়তায় ১ কোটি ওন (দক্ষিণ কোরিয়ার মুদ্রা) বা ৯ হাজার ৩ শত ৯৮ ডলার দান করেছেন অভিনেত্রী লি হানি।
দক্ষিণ কোরিয়ান সংবাদ মাধ্যম কোসুন ইলবো এক প্রতিবেদনে জানায়, বাংলাদেশের চলমান রোহিঙ্গা সমস্যা সমাধানে লি হানি এ সহায়তা দিয়েছে। তারই অংশ হিসেবে লি এই অর্থ তুলে দিয়েছেন আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফামের হাতে। এই অর্থ রোহিঙ্গাদের লাইটিং বা আলোকিত করার কাজে ব্যবহারের পরিকল্পনা নিয়েছে অক্সফাম।

প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেত্রী লি হানি ২০১৫ সাল থেকেই নারী ও শিশুদের সহায়তায় বিভিন্ন দাতব্য সংস্থায় অর্থ দান করে আসছেন। ৩ বছর পর নভেম্বরে ‘গেট ইট বিউটি’ বিউটি শো উপস্থাপনা করেন তিনি। নভেম্বরে এই শো ছেড়ে যান তিনি।

সূত্র:


কোন মন্তব্য নেই