অস্ট্রেলিয়ায় ‘Pitch Black’ মহড়ায় নামবে ভারতীয় বায়ুসেনা
অস্ট্রেলিয়ায় ‘Pitch Black’ মহড়ায় অংশগ্রহণ করবে ভারতীয় বায়ুসেনাবাহিনী, এমনটাই জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী মারাইজ পেইন৷ এই মহড়া পরিচালনার দায়িত্বে রয়েছে Royal Australian Air Force (RAAF).
২০১৬ সালে একটি এয়ার এক্সারসাইজে অংশগ্রহণ করেছিল কানাডা, ফ্রান্স, জার্মানি, ইন্দোনেশিয়া, নেদারল্যান্ডস, নিউ জিল্যান্ড, সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং আমেরিকা৷ প্রতি দু’বছর অন্তর এই ধরনের মহড়ার শুরু হয়েছিল ১৯৮১ সালে৷ নিউ সাউথ ওয়েলসের গ্লেনব্রুকে অস্ট্রেলিয়ান এয়ারফোর্সের বেসের এই মহড়ার উদ্দেশ্যই হল offensive counter air (OCA) এবং defensive counter air (DCA) প্রশিক্ষণের অভ্যাস করা৷
৩৫০ ভারতীয় আধিকারিক, বায়ুসেনার থেকে ৮০জন, ২টি IL 76 এয়ারক্র্যাফ্ট, এবং একটি frigate and corvette এই মহড়ায় অংশ নিতে চলেছে বলে জানা গিয়েছে৷
সূত্র:


কোন মন্তব্য নেই