সাত সকালে বন্ধ মেট্রো পরিষেবা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সাত সকালে বন্ধ মেট্রো পরিষেবা



সাত সকালে স্তব্ধ হয়ে গেল শহরের লাইফ লাইন। চরম ভোগান্তির মুখে বহু মানুষ।

সোমবার সকালের দিকে যান্ত্রিক গলযোগের কারণে বন্ধ হয়ে যায় গড়িয়া-টালিগঞ্জগামী মেট্রো পরিষেবা। আপ এবং ডাউন দুই দিকেই দাঁড়িয়ে যায় একাধিক ট্রেন।

জানা গিয়েছে, এদিন সকালের দিকে নেতাজি(কুদঘাট এলাকা) স্টেশনে মেট্রো রেলাই লাইনে কিছু সমস্যা দেখা দেয়। যার কারণে পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। যদিও এই সমস্যা সাময়িক বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


এদিন সকাল ৯টা নাগাদ ধরা পড়ে মেট্রো রেলের যান্ত্রিক ত্রুটি। এক ঘণ্টা পেরিয়ে গেলেও সমাধান করা যায়নি সমস্যার।

সপ্তাহের প্রথম কাজের দিনে এই ধরনের ঘটনার জেরে স্বভাবতোই চরম প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে নিত্যযাত্রীদের। সকালে অফিস টাইমে এই মেট্রো পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় দক্ষিণ কলকাতার অনেক রাস্তায় দেখা দিয়েছে যানজট।

টালিগঞ্জ থেকে দমদম পর্যন্ত চালু রয়েছে মেট্রো পরিষেবা।



সূত্র

কোন মন্তব্য নেই