পরীক্ষায় সফল অগ্নি ১
অগ্নি ১ (এ) ব্যালেস্টিক মিসাইল পরীক্ষা করল ভারত৷ পরীক্ষা সফল হয়েছে৷ মঙ্গলবার সকাল ৮ টা ৩০ মিনিটে ওড়িশার আবদুল কালাম দ্বীপ থেকে মিসাইল ছাড়া হয়৷ পরীক্ষার আয়োজন করেছিল ভারতীয় সেনার স্ট্র্যাটেজিক ফোর্স কম্যান্ড৷
এটি মিসাইলের ১৮তম ভার্শন৷ ৭০০ কিলোমিটার
রেঞ্জের অগ্নি ১ ছাড়া হয় ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ (ITR)-এর ৪ নম্বর লঞ্চ
প্যাড থেকে৷ অগ্নি ১-এর দৈর্ঘ্য ১৫ মিটার৷ ওজন ১২ টন৷ এটি হাজার কেজি
পর্যন্ত জিনিস বইতে সক্ষম৷ ২০১৬ সালের ২২ নভেম্বর একই জায়গা থেকে এর
ট্রায়াল হয়েছিল৷
২০০৪ সালে এই মিসাইলের কথা প্রকাশ্যে আনা
হয়৷ সারফেস-টু-সারফের, সিঙ্গেল স্টেজ এই মিসাইলটি ভারতীয় সেনার
ট্রেনিংয়ে ব্যবহার করা হয়েছিল৷ ট্রায়ালের পর জানানো হয় ভারতীয় সেনা এই
মিসাইলটি ব্যবহার করতে পারবে৷ অগ্নি ১ মিসাইলে একটি বিশেষ নেভিগেশনের
বন্দোবস্ত থাকছে৷ এর ফলে এই মিসাইলের টার্গেট ফসকে যাওয়ার সম্ভাবনা প্রায়
নেই বললেই চলে৷ সঠিক টার্গেটে লক্ষ্যভেদ করবে অগ্নি ১৷
সূত্র


কোন মন্তব্য নেই