চেয়ারপার্সন খালেদা জিয়ার গাড়ি বহরে নেতাকর্মীদের ঢল নেমেছে। - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

চেয়ারপার্সন খালেদা জিয়ার গাড়ি বহরে নেতাকর্মীদের ঢল নেমেছে।


রাজধানীর পুরান ঢাকার বকশিবাজারের আলীয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ আদালতে যাওয়ার পথে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গাড়ি বহরে নেতাকর্মীদের ঢল নেমেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে তিনি রওনা দেন।
আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে দুপুর সোয়া ১২টার দিকে খালেদা জিয়ার গাড়ি মগবাজার পৌঁছলে হঠাৎ করেই হাজারো নেতাকর্মী রাস্তায় নেমে আসে। তারা নিরাপত্তা ভেদ করে গাড়িবহরের দখল নেয়। তারা নানা রকম স্লোগান দিতে থাকে। বহরে ক্রমশই নেতাকর্মীদের সংখ্যা বাড়ছে। জনস্রোতের মধ্য দিয়ে ধীরে ধীরে খালেদা জিয়ার গাড়িবহর এগিয়ে যাচ্ছে আদালতের পথে।


এদিকে রায় ঘিরে সকাল থেকে আদালত ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আদালতে প্রবেশের পথে স্ক্যানার বসানো হয়েছে। তল্লাশির পর মামলা সংশ্লিষ্টদের ভেতরে ঢুকতে দেওয়া হয়। সকাল সোয়া ৮ টার দিকে মামলার অন্য আসামি মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদকে আনা হয়।
এরপর সকাল ১০টা ১৮ মিনিটের দিকে বিচারপতি ড. আখতারুজ্জামান আদালতে প্রবেশ করেন। মামলায় খালেদা জিয়া ও তার বড় ছেলে তারেক রহমান ছাড়া বাকি আসামিরা হলেন– মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, সাবেক মুখ্যসচিব কামাল উদ্দিন সিদ্দিকী এবং বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।
মামলার ৬ আসামির মধ্যে খালেদা জিয়া জামিনে রয়েছেন। মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদকে কারাগার থেকে সকাল সোয়া ৮ টার দিকে আদালতে হাজির করা হয়েছে। আর তারেক রহমান (লন্ডনে), সাবেক মুখ্য সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান পলাতক।




সূত্র

কোন মন্তব্য নেই