মহাখালী ফ্লাইওভারে উল্টে গেল কাভার্ড ভ্যান, তীব্র যানজট - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মহাখালী ফ্লাইওভারে উল্টে গেল কাভার্ড ভ্যান, তীব্র যানজট

    ফাইল ছবি

সিমেন্ট বহনকারী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাজধানীর মহাখালী ফ্লাইওভারে উল্টে গেছে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। 
বিষয়টি নিশ্চিত করে পুলিশের উপ-পরিদর্শক আব্দুল কাদের জানান, ভোর ৪টায় নিয়ন্ত্রণ হারিয়ে সিমেন্টভর্তি কাভার্ড ভ্যানটি উল্টে যায়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এর চালককে খুঁজে পাওয়া যায়নি।

 ভ্যানটিকে সরানোর জন্য এরই মধ্যে র‌্যাকার চলে এসেছে। গাড়িটিকে দ্রুত সরানোর প্রক্রিয়াও চলছে।
তিনি আরও বলেন, উল্টে যাওয়া কাভার্ড ভ্যান থেকে সিমেন্টের বস্তাগুলো আরেকটি ট্রাকে তোলা হচ্ছে। ফার্মগেট থেকে বনানী যেতে মহাখালী ফ্লাইওভারের শুরুতেই এ দুর্ঘটনা ঘটায় ফার্মগেট থেকে আসা কোনো গাড়ি ফ্লাইওভারে উঠতে পারছে না। উল্টেপড়া ভ্যানটির কারণে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর গেইট ছাড়িয়ে বিজয় সরণি পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়েছে।


সূত্র 


কোন মন্তব্য নেই