সৌদি আরবে স্ত্রীর ফোনে উঁকি দিলে কারাদণ্ড হবে স্বামীর! - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সৌদি আরবে স্ত্রীর ফোনে উঁকি দিলে কারাদণ্ড হবে স্বামীর!



স্ত্রীর ফোনে উঁকি দিল হতে পারে কারাদণ্ড। এমনই নির্দেশিকা জারি হয়েছে। তবে নিয়ম শুধু বরদের জন্য হয়, এই নিয়ম স্ত্রীদের জন্যও সমানভাবে প্রযোজ্য। সৌদি আরবের মত রক্ষণশীল দেশে এখন এই নতুন আইন নিয়ে তোলপাড় চলছে।

জানা গেছে, ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার জন্যই এই আইন করা হয়েছে সৌদি আরবে। সৌদি আরবের সংস্কৃতি মন্ত্রালয়ের তরফে জানানো হয়েছে, নারী-পুরুষ নির্বিশেষে এই কাজ করতে পারেন। যদিও এই আইনে অনেকেই মনে করছেন নারীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। কারণ অনেক ক্ষেত্রেই মুসলিম দেশগুলিতে বিবাহ বিচ্ছেদের মামলায় বরের মোবাইল ফোনের একাধিক তথ্যই প্রমাণ হিসেবে জমা দিয়ে থাকেন তারা।

স্বামীর মোবাইল ফোনেই বিবাহবর্ভুত সম্পর্কের একাধিক প্রমাণ থাকে। এই আইন জারি হওয়ার ফলে আর সেসব প্রমাণ হিসেবে জমা দিতে পারবেন না তারা। স্ত্রী এবং বর একে অপরের ফোনে উঁকি দিলে জেল তো বটেই হতে পারে মোটা টাকা জরিমানাও।

এই আইন জারির সপক্ষে যুক্তি দিয়ে সৌদির সংস্কৃতি মন্ত্রালয় জানিয়েছে, দেশে বেড়ে চলা সাইবার ক্রাইম রুখতেই এটা করা হয়েছে।

TE

কোন মন্তব্য নেই