টেসলার সঙ্গে প্রতিযোগিতায় ভিনফাস্ট - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

টেসলার সঙ্গে প্রতিযোগিতায় ভিনফাস্ট

 

বৃহত্তম বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) নির্মাতা প্রতিষ্ঠান টেসলার সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে ভিনফাস্ট। ভিয়েতনামের ইভি নির্মাতা প্রতিষ্ঠান ভিনফাস্ট গতকাল জানিয়েছে, শিগগিরই ভিনফাস্টের গাড়িগুলো বাজারের প্রতিযোগিতায় টিকিয়ে রাখার প্রচারণায় নামবে। সম্প্রতি টেসলা আকর্ষণীয় ছাড়ে ইভি বিক্রির ঘোষণা দেয়ার পর পরই এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে ভিনফাস্ট। খবর রয়টার্স।


২০১৯ সালে প্রথম ইভি উৎপাদন কার্যক্রম শুরু করে ভিনফাস্ট। যুক্তরাষ্ট্রের বাজারে ইভি বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানটি। বর্তমানে ভিএফ-৮ ও ভিএফ-৯ মডেল দুটিতে আকর্ষণীয় অফার দিয়ে অন্যান্য গাড়ি নির্মাতার সঙ্গে প্রতিযোগিতার প্রত্যাশা করছে ভিনফাস্ট। গাড়ি দুটির একটির প্রাথমিক মূল্য ৫৯ হাজার ডলার ও অন্যটির ৮৩ হাজার ডলার।


নতুন অফারে টেসলার বেসিক মডেল ‘ওয়াই’ যুক্তরাষ্ট্রের বাজারে ৫২ হাজার ৯৯০ ডলারে বিক্রি হচ্ছে। এর আগে ওয়াই মডেলটির মূল্য ছিল ৬৫ হাজার ৯৯০ ডলার। ভিনফাস্টের একজন মুখপাত্র বলেন, প্রতিষ্ঠিত বড় কোম্পানিগুলো যখন মূল্য কমিয়ে বিক্রি করছে তখন বাজার পরিস্থিতি কিছুটা জটিল হয়। বাজারে একটি নতুন ব্র্যান্ড হিসেবে প্রতিযোগিতায় টিকে থাকতে আমাদের আরো বড় আকর্ষণ নিয়ে আসতে হবে। আমরা বড় ধরনের প্রচারণামূলক কর্মসূচি নিয়েছি। শিগগিরই নতুন অফার ঘোষণা করব। তবে প্রচারণামূলক কর্মসূচিতে মূল্যহ্রাস অন্তর্ভুক্ত থাকবে কিনা এ ব্যাপারে কিছু জানাননি তিনি।


২০২২ সালের নভেম্বরের শেষের দিকে যুক্তরাষ্ট্রে ৯৯৯ ইউনিট ইভির প্রথম চালান পাঠাতে শুরু করে ভিনফাস্ট। চলতি মাসে আরো বেশি ক্রেতার কাছে পৌঁছানোর লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি। ভিনফাস্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বিশ্বব্যাপী প্রায় ৬৫ হাজার ইউনিট ইভি অর্ডার পেয়েছে। ২০২৬ সালের মধ্যে বছরে ৭ লাখ ৫০ হাজার ইভি বিক্রির প্রত্যাশা করছে ভিয়েতনামের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে এরই মধ্যে একটি ইভি কারখানা নির্মাণের পরিকল্পনা করেছে ভিনফাস্ট। আপাতত যুক্তরাষ্ট্রের স্থানীয় কর্তৃপক্ষের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে প্রতিষ্ঠানটি।

কোন মন্তব্য নেই