ফেসবুকের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য আটক
চলতি এইচএসসিসহ বিভিন্ন পাবলিক পরীক্ষা ও বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও বিকাশের মাধ্যমে টাকা লেনদেন জালিয়াতি চক্রের এক সদস্য ফয়সালকে আটক করেছে র্যাব-৫ এর নাটোর ক্যাম্পের একটি দল। বৃহস্পতিবার সকালে নওগাঁর আত্রাইয়ের জয়সারা এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-৫এর নাটোর ক্যাম্প কমান্ডার শিবলী মোস্তফা জানান, গোপন সূত্রে জানা যায়, নওগাঁ জেলার আত্রাই থানাধীন জয়সারা এলাকায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এইচএসসি পরীক্ষার ভূয়া প্রশ্নপত্র সংগ্রহ, বিতরণ ও বিকাশের মাধ্যমে টাকা লেনদেন হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, নাটোর, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুকৌশলে অভিযান পরিচালনা করে প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের সদস্য মোঃ ফয়সালকে আটক করা হয়। ফয়সাল নওগাঁ জেলার আত্রাই থানার জয়সারা এলাকার বাসিন্দা। এ সময় তার কাছ থেকে একটি ল্যাপটপ, একটি মোবাইল, ৭ টি সীমকার্ড, ৫টি মেমোরী কার্ড, একটি মডেম , একটি পেন ড্রাইভ ও কার্ড রিডার উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, বিভিন্ন জালিয়াতি চক্র অভিনব উপায়ে এ ধরণের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। র্যাব সন্ত্রাস দমন ও মাদক নির্মূলে বিভিন্ন অভিযান পরিচালনা ছাড়াও সমাজের এ ধরণের অসৎ কার্যক্রম রোধে আভিযানিক কার্যক্রম পরিচালনা করে থাকে এবং ভবিষ্যতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
সূত্র:ডেইলি সানশাইন
কোন মন্তব্য নেই